আজিজুর রহমানের মৃত্যুতে চলচ্চিত্র শিল্পী ও পরিচালকদের শোক
বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক আজিজুর রহমান মারা গেছেন
প্রথম নিউজ, ডেস্ক : বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক আজিজুর রহমান মারা গেছেন। গতকাল সোমবার (১৪ মার্চ) বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় তিনি কানাডার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাকে হারিয়ে শোকার্ত ঢাকাই সিনেমার অভিনেতা, অভিনেত্রী ও পরিচালকরা।
পরিচালক মনতাজুর রহমান আকবর তার সামাজিক মাধ্যম ফেসবুকে লিখেছেন, ‘আমার ওস্তাদ, চলচ্চিত্রের পিতা শ্রদ্ধেয় আজিজুর রহমান আর নেই। রাত ১১টায় কানাডাতে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজিউন। আল্লাহ তাকে বেহেশত নসীব করুন আমীন।’
চিত্রনায়িকা নিপুণ আক্তার তার সামাজিক মাধ্যম ফেসবুকে লিখেছেন, ‘ছুটির ঘন্টা, অশিক্ষিত, মাটির ঘরসহ বহু কালজয়ী চলচ্চিত্রের পরিচালক কিংবদন্তি চিত্রনির্মাতা ও প্রযোজক আজিজুর রহমান স্যার আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন। আমি তার পরিচালিত ‘জমিদার বাড়ির মেয়ে’ নামের একটি ছবিতে অভিনয় করেছিলাম। ওপারে ভালো থাকুন কিংবদন্তি।’
চিত্রনায়ক সাইমন সাদিক তার ফেসবুকে লিখেছেন, ‘দুনিয়া থেকে ছুটি নিলেন ছুটির ঘন্টা চলচ্চিত্রের পরিচালক আজিজুর রহমান স্যার।’
তরুণ পরিচালক রাশিদ পলাশ লিখেছেন, ‘একদিন ছুটি হবে, অনেক দুরে যাবো, নীল আকাশে, সবুজ ঘাসে, খুশিতে হারাবো ..’
চিত্রনায়িকা সাবরিনা সুলতানা কেয়া পরিচালক আজিজুর রহমানের দুইটা ছবি পোস্ট করে লিখেছেন, ‘ছুটির ঘন্টা, অশিক্ষিত, মাটির ঘরসহ বহু কালজয়ী সিনেমার পরিচালক কিংবদন্তি আজিজুর রহমান স্যার আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন।’
পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক তার সামাজিক মাধ্যম ফেসবুকে লিখেছেন, ‘ছুটির ঘন্টা, অশিক্ষিত, মাটির ঘরসহ বহু কালজয়ী সিনেমার পরিচালক কিংবদন্তী আজিজুর রহমান স্যার আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন। মহান মালিক উনার আত্নাকে শান্তি প্রদান করুন। আমিন।’
চিত্রনায়ক ওমর সানি তার সামাজিক মাধ্যম ফেসবুক পোস্টে লিখেছেন, ‘ছোটবেলায় স্বপ্ন দেখতাম যদি শিল্পী হতাম, যদি কিছু পরিচালকের ছবিতে কাজ করতে পারতাম, তারমধ্যে আজিজুর রহমান স্যার থাকবেন। স্বপ্নটা পূরণ করেছিল আমার সৃষ্টিকর্তা। আমি যখন ভিষণ তুঙ্গে তখন তার দুইটা ছবির অফার পাই। ভাবছিলাম স্বপ্ন দেখছি না তো। ছবির নাম লজ্জা, কথা দাও। কিংবদন্তি পরিচালক আজিজুর রহমান ইন্তেকাল করেছেন। আল্লাহ তাকে জান্নাত নসিব করুন।’
চিত্রনায়ক জায়েদ খান লিখেছেন, ‘প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক আজিজুর রহমান আর নেই। কিছুক্ষণ আগে তিনি কানাডায় মৃত্যু বরণ করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আমার সৌভাগ্য হয়েছিল তার পরিচালনায় একটি ছবিতে অভিনয় করার।’
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews