হিরো আলমের ওপর হামলা : গ্রেপ্তার আরও ৫
সোমবার (২৪ জুলাই) ডিবি গুলশান বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) হাফিজ আল আসাদ এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রথম নিউজ, ঢাকা : ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে ভোট চলাকালে স্বতন্ত্র প্রার্থী মো. আশরাফুল হোসেন ওরফে হিরো আলমের ওপর হামলার ঘটনায় আরও ৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারকৃতরা হলেন- সোয়াইব মোল্যা, বায়েজিদ মোল্যা, মো. সাব মিয়া, মো. হুমায়ুন কবির ওরফে প্রিন্স ও মো.সাইফুল ইসলাম সজল। এ নিয়ে এ মামলায় এখন পর্যন্ত ১৫ জনকে গ্রেপ্তার করেছে ডিবি গুলশান বিভাগ।
সোমবার (২৪ জুলাই) ডিবি গুলশান বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) হাফিজ আল আসাদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, হিরো আলমের ওপর হামলার ঘটনায় নতুন করে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।