হজে গেলেন মাহমুদউল্লাহ

টেস্ট ও টি-টোয়েন্টি দুই ধরনের ক্রিকেট থেকেই বিদায় নিয়েছেন রিয়াদ।

হজে গেলেন মাহমুদউল্লাহ

প্রথম নিউজ, স্পোর্টস ডেস্ক : হজে গেলেন জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ। বৃহস্পতিবার হজের উদ্দেশে তিনি শাহজালাল বিমানবন্দর ত্যাগ করেন।  বিষয়টি নিশ্চিত করেছেন মাহমুদউল্লাহর স্ত্রী জান্নাতুল কেফায়েত মিষ্টি।

তিনি নিজের ফেসবুকে এক পোস্টে মাহমুদউল্লাহর হজে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। সেখানে মাহমুদউল্লাহর জন্য সবার কাছে দোয়াও চেয়েছেন তিনি। সবকিছু ঠিক থাকলে পবিত্র হজ পালন শেষে আগামী ৫ জুলাই তার দেশে ফেরার কথা রয়েছে।

এর আগে হজ পালনের কারণে বিসিবি থেকে ছুটি নিয়েছিলেন মাহমুদউল্লাহ। যে কারণে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে বাংলাদেশ দলে নেই তিনি। তবে বেশ কয়েকমাস ধরেই রিয়াদের জাতীয় দলে না খেলা নিয়ে চলছে আলোচনা।  টেস্ট ও টি-টোয়েন্টি দুই ধরনের ক্রিকেট থেকেই বিদায় নিয়েছেন রিয়াদ।