৩ খেলোয়াড় কেন বাদ পড়ল জানতে চান আফ্রিদি

৩ খেলোয়াড় কেন বাদ পড়ল জানতে চান আফ্রিদি

প্রথম নিউজ, স্পোর্টস ডেস্ক : আগামী জুলাইয়ে শ্রীলংকার মাটিতে টেস্ট খেলবে পাকিস্তান। সিরিজ উপলক্ষ্যে এরই মধ্যে দল ঘোষণা করেছে দেশটি। দলে সুযোগ পাননি আবিদ আলি, জাহিদ মাহমুদ ও উসমান সালাহউদ্দিন।  এসব ক্রিকেটারের বাদ পড়া নিয়ে প্রশ্ন তুলেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি। খবর ক্রিকেট পাকিস্তানের।

আফ্রিদির মতে, এসব খেলোয়াড়ের প্রতিভা এবং ঘরোয়া লিগে দারুণ পারফরম্যান্স থাকা সত্ত্বেও উপেক্ষা করা হয়েছে। 

সাবেক এই অধিনায়ক বলেন, ‘আমরা একজন খেলোয়াড়কে গড়ে তুলেছি। এর পর তিনি অসুস্থ হয়েছেন, চিকিৎসা পেয়েছেন এবং সুস্থ হয়েছেন। আমি আবিদ আলির কথা বলছি। এই ছেলেটা কোথায়... ? জাহিদ মাহমুদ নামে একজন লেগ স্পিনারও ছিল, সে কোথায়?’

আফ্রিদি আরও বলেন, স্কোয়াডের বাকি সদস্য বাছাই খুব ভালো হয়েছে। কিন্তু ইনজুরির কারণে কিছু সময়ের জন্য আমাদের খেলোয়াড়রা দলের বাইরে চলে যায় এবং তার পর স্কোয়াডে জায়গা পেতে পরিশ্রম করতে হয়। আমার মতে, উসমান সালাহউদ্দিন পাকিস্তানের হয়ে এর আগে দারুণ কিছু পারফরম্যান্স দেখিয়েছে। সে কোথায়?

প্রসঙ্গত, গলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামী ১৬ জুলাই অনুষ্ঠিত হবে শ্রীলংকার বিপক্ষে পাকিস্তানের প্রথম টেস্ট। কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে দ্বিতীয় ম্যাচ আগামী ২৪ জুলাই শুরু হবে।

পাকিস্তান দল: বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (সহঅধিনায়ক ও উইকেটকিপার), আমির জামাল, আবদুল্লাহ শফিক, আবরার আহমেদ, হাসান আলী, ইমাম-উল-হক, মোহাম্মদ হুরায়রা, মোহাম্মদ নওয়াজ, নাসিম শাহ, নোমান আলী, সালমান আলী আগা, সরফরাজ আহমেদ (উইকেটরক্ষক), সৌদ শাকিল, শাহিন আফ্রিদি ও শান মাসুদ।