নিউজিল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে আফগানিস্তান
প্রথম নিউজ, ডেস্ক : মাঠে নামছে নিউজিল্যান্ড-আফগানিস্তান। তবে এই ম্যাচের দিকে গভীর মনোযোগ ভারতের। কেননা নিউজিল্যান্ড জিতে গেলে শেষ ম্যাচ খেলার আগেই বিশ্বকাপ মিশন শেষ হয়ে যাবে প্রথম আসরের চ্যাম্পিয়নদের।
এমন ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তান। তাদের একাদশে ফিরেছেন রহস্য স্পিনার মুজিব উর রহমান। অপরিবর্তিত একাদশ নিউজিল্যান্ডের।
আফগানিস্তান একাদশ
হজরতউল্লাহ জাজাই, মোহাম্মদ শাহজাদ, রহমানুল্লাহ গুরবাজ, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবি (অধিনায়ক), মুজিব উর রহমান, গুলবাদিন নাইব, রশিদ খান, করিম জানাত, নাভিন-উল-হক, হামিদ হাসান।
নিউজিল্যান্ড একাদশ
মার্টিন গাপটিল, ড্যারেল মিচেল, কেন উইলিয়ামসন (অধিনায়ক), ডেভন কনওয়ে, গ্লেন ফিলিপস, জেমস নিশাম, মিচেল স্যান্টনার, অ্যাডাম মিলনে, টিম সাউদি, ইশ সোধি, ট্রেন্ট বোল্ট।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: