‘হাওয়া’ দিয়েই সিলেটে সিনেপ্লেক্সের যাত্রা শুরু
সবকিছু ঠিক থাকলে ‘হাওয়া’ সিনেমা প্রদর্শনের মাধ্যমে এই সিনেপ্লেক্সের উদ্বোধন হবে বলে জানা গেছে।
প্রথম নিউজ, সিলেট: সিলেট নগরীতে বিমানবন্দর সড়কের আগামী শুক্রবার (২৯ জুলাই) আনুষ্ঠানিকভাবে গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টের যাত্রা করছে যাচ্ছে ‘গ্র্যান্ড সিলেট সিনেপ্লেক্স’। সবকিছু ঠিক থাকলে ‘হাওয়া’ সিনেমা প্রদর্শনের মাধ্যমে এই সিনেপ্লেক্সের উদ্বোধন হবে বলে জানা গেছে।
গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক মো. ফখর উদ্দিন রাজী বলেন, ‘হোটেল নির্মাণের সময়ই আমরা সিনেপ্লেক্সটি তৈরি করি। আমাদের সাউন্ড সিস্টেম যুক্তরাজ্য থেকে আনা এবং দেশের মধ্যে সবচেয়ে ভালো কোয়ালিটির। আমারা এতদিন সিনেপ্লেক্সটি পরীক্ষামূলকভাবে চালানো হয়েছে। আগামী ২৯ জুলাই থেকে এটি বাণিজ্যিকভাবে ‘হাওয়া’ সিনেমার মাধ্যমে চালু করতে হচ্ছে।
সিনেপ্লেক্স উদ্বোধনের দিন ‘হাওয়া সিনোমার কলাকুশলীরাও উপস্থিত থাকতে পারেন বলে জানিয়েছেন রাজী। গ্রান্ড সিলেট সিনেপ্লেক্সসংশ্লিষ্টরা জানান, এই সিনেপ্লেক্সে একসঙ্গে ১৭০ জন বসে সিনেমা দেখতে পারবেন। আপাতত টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৪০০ ও ৫০০ টাকা। তবে প্রতিদিন কয়টি প্রদর্শনী হবে এবং তার সময়সূচি এখনও চূড়ান্ত হয়নি।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews