হাইতিতে গ্যাং সহিংসতায় বাড়ছে প্রাণহানি: জাতিসংঘ

হাইতিতে গ্যাং সহিংসতায় বাড়ছে প্রাণহানি: জাতিসংঘ

প্রথম নিউজ, ডেস্ক : ক্রমবর্ধমান সহিংসতা হাজার হাজার বাসিন্দাকে রাজধানীর বিভিন্ন অঞ্চলে পালিয়ে যেতে বাধ্য করছে। ছবি: রয়টার্সক্রমবর্ধমান সহিংসতা হাজার হাজার বাসিন্দাকে রাজধানীর বিভিন্ন অঞ্চলে পালিয়ে যেতে বাধ্য করছে। ছবি: রয়টার্স

হাইতিতে বেসামরিক অপরাধ দমন সংগঠনগুলোর হাতে গত পাঁচ মাসে ৩৫০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। ক্রমবর্ধমান সহিংসতা হাজার হাজার বাসিন্দাকে রাজধানীর বিভিন্ন অঞ্চলে পালিয়ে যেতে বাধ্য করেছে।

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের মুখপাত্র রাভিনা শামদাসানি শুক্রবার বলেন, ‘২৪ এপ্রিল থেকে অন্তত ৩১০ জন সন্দেহভাজন গ্যাং সদস্য, ৪৬ জন বেসামরিক ব্যক্তি এবং একজন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছে।’

গত সপ্তাহের শেষের দিকে রাজধানী পোর্ট-অ-প্রিন্সের ঘনবসতিপূর্ণ ক্যারিফোর ফিউইলেস এলাকার আশেপাশে তীব্র লড়াই হয়। সেখানে গ্র্যান্ড রেভাইন গ্যাংয়ের হামলা অন্তত ৫ হাজার লোককে তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য করেছিল।

হাইতির রাজধানীর বড় অংশ নিয়ন্ত্রণ করে বিভিন্ন গ্যাং। তাদের নির্মূলে শক্ত চ্যালেঞ্জের মুখে পড়েছে দেশটির পুলিশ।

আন্তর্জাতিক রেসকিউ কমিটির হাইতি অফিসের প্রধান সার্জ ডেলেক্সিস বলেন, ‘আমরা আগে গ্যাংদের মধ্যে সংঘর্ষ দেখতাম, এখন জনগণের বিরুদ্ধে লড়াই করছে গ্যাং।’