সেশনজট: চবিতে কাফনের কাপড় পরে আন্দোলনে শিক্ষার্থীরা
প্রথম নিউজ, বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: সেশনজট নিরসন ও স্থায়ী শিক্ষক নিয়োগের দাবিতে কাফনের কাপড় পরে অবস্থান কর্মসূচি পালন করছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স বিভাগের শিক্ষার্থীরা।
বুধবার (১৭ জানুয়ারি) দুপুর সাড়ে ১২ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে তারা অবস্থান নেন। এসময় তাদের হাতে একাডেমিক ক্যালেন্ডার চাই, সেশনজট নিরসন চাই, পাঁচ বছরে ৪ সেমিস্টার কেন, বয়স গেলো শেষ হয়ে, কি করবো আর অনার্স করে, স্পোর্টস সায়েন্সে জট কেন, প্রশাসন জবাব চাই, ইত্যাদি স্লোগান সম্বলিত ব্যানার ও পোস্টার দেখা যায়।
বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রবিউল আউয়াল জাগো নিউজ কে বলেন, ‘‘আট বছর আগে আমাদের বিভাগের যাত্রা শুরু হয় । কিন্তু এখন পর্যন্ত বিভাগ থেকে একটা ব্যাচও বের হতে পারেনি। আমাদের কোনো স্থায়ী ভবন নেই, শিক্ষক নেই। আমাদের ভাসমান ভাবে ক্লাস এবং পরীক্ষা দিতে হয়। এসব কারণে শিক্ষার্থীরা চরম জটের মধ্যে পড়েছে।
তিনি আরও বলেন, বারবার জট নিরসনের জন্য দাবি জানালেও প্রশাসনের পক্ষ থেকে কোcbf ব্যাবস্থা নিতে দেখা যায় নি। তাই বাধ্য হয়ে কাফনের কাপড় মাথায় দিয়ে আন্দোলনে নেমেছি।
দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী অন্জন শাহা তন্ময় বলেন, ‘‘আমাদের একটা ভবিষ্যৎ আছে। অথচ ছয় বছরে মাত্র দ্বিতীয় বর্ষ শেষ করছি। আমাদের চাকরির বয়স শেষ হয়ে যাচ্ছে। প্রশাসন কি পারবে চাকরির বয়স বাড়িয়ে দিতে?’’ এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড.নূরুল আজিম সিকদার বলেন,‘‘আমরা শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করছি। তাদের দাবিগুলো নিয়েও কথা বলছি।’