‘সরি মা! তোমাকে দেওয়া কথা রাখতে পারলাম না’

মৃত্যুর আগে ঢাবি শিক্ষার্থীর চিরকুট

‘সরি মা! তোমাকে দেওয়া কথা রাখতে পারলাম না’

প্রথম নিউজ, ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজয় একাত্তর হল থেকে পড়ে মারা যাওয়া শিক্ষার্থী ফিরোজ কাজীর (২২) কক্ষ থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। তার মৃত্যুর দায়ভার নিজের উল্লেখ করে জীবন নিয়ে হতাশা ও মাকে দেওয়া কথা রাখতে না পারার কথা উল্লেখ করেছেন ওই শিক্ষার্থী।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) গভীর রাতে বিজয় একাত্তর হল থেকে পড়ে মৃত্যু হয় বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনিস্টিউটের ‘চাইনিজ অ্যাজ এ ফরেন ল্যাঙ্গুয়েজ’ বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী ফিরোজের। তার মৃত্যুর পর বুধবার (২০ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গ্রুপে একটি চিরকুট পাওয়া যাচ্ছে।

চিরকুটে রাত ১১টা ৩ মিনিট উল্লেখ করে ফিরোজ লিখেছেন, ‘মানুষ বাঁচে তার সম্মানে। আজ মানুষের সামনে আমার যেহেতু সম্মান নাই, এই পৃথীবিতে বেঁচে থাকার আমার কোনো অধিকার নাই। আমারে মৃত্যুর দায়ভার একান্ত আমার। সরি মা! বাড়ি থেকে তোমাকে দিয়ে আসা কথা রাখতে পারলাম না। আমার জীবন নিয়ে হতাশ।’

১১টা ৫ মিনিটে আরেকটি লেখায় তিনি বলেন, ‘আমার ওয়ালেটের কার্ডে কিছু টাকা আছে। বন্ধুদের কাছে অনুরোধ রইলো মায়ের হাতে দিতে। কার্ডের পাসওয়ার্ড (৮...)। আর ফোনের লক খুলে দিয়ে গেলাম। আমার লাশের পোস্টমর্টেম না করে যেন বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। কোনো আইনি ঝামেলাতে কাউকে যেন জড়ানো না হয়। সবাই বাঁচুক। শুধু শুধু পৃথিবীর অক্সিজেন আর নষ্ট করতে চাই না।’

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার গভীর রাতে ফিরোজ বিজয় একাত্তর হলের ওপর থেকে রিডিং রুমের পাশে মাঠে পড়েন। শব্দ শুনে রিডিংরুমের শিক্ষার্থীরা বাইরে এসে তাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। পরে তারা ফিরোজকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে রাত দেড়টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তার গ্রামের বাড়ি গোপালগঞ্জের সদর উপজেলায়। তিনি বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে থাকতেন।