সিরিয়ায় সবচেয়ে বড় মার্কিন ঘাঁটিতে রকেট হামলা
সিরিয়ায় মার্কিন বাহিনীর সবচেয়ে বড় সামরিক ঘাঁটিতে ভয়াবহ রকেট হামলা হয়েছে
প্রথম নিউজ, ডেস্ক : সিরিয়ায় মার্কিন বাহিনীর সবচেয়ে বড় সামরিক ঘাঁটিতে ভয়াবহ রকেট হামলা হয়েছে।
এর কয়েক ঘণ্টা আগে সিরিয়ায় মার্কিন বাহিনীর অন্য একটি ঘাঁটিতে রকেট হামলা হয়। খবর রয়টার্সের।
সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর আজ-জাওয়ার প্রদেশের আল-ওমর তেলক্ষেত্রের কাছে অবস্থিত মার্কিন ঘাঁটিতে রোববার এ রকেট হামলা হয়।
এই ঘাঁটি লক্ষ্য করে বেশ কয়েকটি রকেট নিক্ষেপ করা হয়। হামলার পর ঘাঁটি থেকে কালো ধোয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়। হামলার পর পরই ঘাঁটির ওপরে মার্কিন সেনাদের হেলিকপ্টার উড়তে দেখা গেছে।
রাশিয়ার স্পুৎনিক বার্তা সংস্থা জানান, এ পর্যন্ত মার্কিন ঘাঁটিতে যত রকেট হামলা হয়েছে রোববারের হামলা তার মধ্যে সবচেয়ে শক্তিশালী। হামলার সময় বেশ কয়েকটি বিকট শব্দ শোনা গেছে।
বহুদিন ধরে মার্কিন সেনারা সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে লড়াইয়ের নামে সিরিয়ায় দখলদারিত্ব কায়েম করে রেখেছে। এর বিরুদ্ধে এখন প্রতিরোধকামী সংগঠনগুলো রুখে দাঁড়িয়েছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews