সূর্য এখন মধ্যবয়সী! মৃত্যু কবে তাও জানিয়ে দিলেন বিজ্ঞানীরা

জন্ম হলে মৃত্যু হবেই, এই সত্য কেবল জীবকুলের জন্যই প্রযোজ্য নয়।

সূর্য এখন মধ্যবয়সী! মৃত্যু কবে তাও জানিয়ে দিলেন বিজ্ঞানীরা
সূর্য এখন মধ্যবয়সী! মৃত্যু কবে তাও জানিয়ে দিলেন বিজ্ঞানীরা

প্রথম নিউজ, ডেস্ক: জন্ম হলে মৃত্যু হবেই, এই সারসত্য কেবল জীবকুলের জন্যই প্রযোজ্য নয়। জীবকুলের সৃষ্টি এবং বেঁচে থাকার অন্যতম কারণ যে সূর্য মৃত্যু হবে তারও। বিজ্ঞানীরা জানিয়েছেন, এখন সূর্য মধ্যবয়সি। গায়া স্পেসক্রাফট, যা ব্রহ্মাণ্ডের সবথেকে নিখুঁত ম্যাপ তৈরি করেছিল, সেটাই এবার সূর্যের বয়স, আয়ু নিয়ে তথ্য দিল। জানা গেছে, সূর্যের বয়স এখন মোটামুটি ৪৫৭ কোটি বছর। এখন সে মাঝবয়সি এবং দিব্যি সুস্থ। হাইড্রোজেনকে ফিউজ করে হিলিয়াম তৈরি করে চলেছে। হয়ে চলেছে করোনাল মাস ইজেকশন। অর্থাৎ সবকিছু সুস্থ স্বাভাবিক আছে। কিন্তু বয়স বাড়লেই হবে বিপদ। হাইড্রোজেনের অভাব ঘটলে আর ফিউশন পদ্ধতি বদলে যাবে এবং কালে কালে তা দৈত্যাকার লাল তারায় পরিণত হবে। কিন্তু কবে আসবে সেই দুর্দিন?  বিভিন্ন তথ্য এবং তার পরীক্ষা নিরীক্ষা করে বিজ্ঞানীরা জানিয়েছেন ৮০০ কোটি বছর বয়সে সর্বোচ্চ তাপমাত্রায় পৌঁছবে আমাদের সূর্য। তারপর থেকে ঠান্ডা হতে শুরু করবে সে এবং বাড়বে আকারেও। পরিণত হবে লাল দৈত্যে। অবশেষে ১০ লক্ষ কোটি বছরে গিয়ে মৃত্যু হবে সূর্যের। বলা বাহুল্য, সে সময় জীবজগত টিকে থাকার কোনও প্রশ্নই নেই। সূর্য তার উত্তাপ হারিয়ে ফেললেই পৃথিবীতে প্রাণের বিনাশ হবে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom