সিরাজগঞ্জে হঠাৎ বাড়ছে যমুনার পানি
আজ শনিবার (২৩ সেপ্টেম্বর) সকালে সিরাজগঞ্জ হার্ড পয়েন্টে যমুনা নদীর পানির সমতল রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৪০ মিটার।
প্রথম নিউজ, সিরাজগঞ্জ: টানা তিন সপ্তাহ ধরে কমতে থাকা যমুনা নদীর পানি সিরাজগঞ্জে পয়েন্ট দিয়ে হঠাৎ করেই বাড়ছে। তবে এ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।
আজ শনিবার (২৩ সেপ্টেম্বর) সকালে সিরাজগঞ্জ হার্ড পয়েন্টে যমুনা নদীর পানির সমতল রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৪০ মিটার। ২৪ ঘণ্টায় ১৮ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার দুই দশমিক ৫০ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে (বিপৎসীমা: ১২ দশমিক ৯০ মিটার)।
অপরদিকে কাজিপুরের মেঘাই পয়েন্টে বুধবার সকালে পানির সমতল রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ০৬ মিটার। ২৪ ঘণ্টায় ২২ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার দুই দশমিক ৭৪ মিটার নিচ প্রবাহিত হচ্ছে (বিপৎসীমা ১৪ দশমিক ৮০ মিটার)।
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী রনজিত কুমার সরকার বলেন, কয়েকদিন ধরে বৃষ্টির কারণে পানি বাড়ছে। এ নিয়ে আতঙ্কের কিছু নেই। এ বছর আর বন্যার সম্ভাবনা নেই।