সিরাজগঞ্জে অস্ত্র মামলায় যুবকের ১৭ বছরের কারাদণ্ড
সিরাজগঞ্জ যুগ্ম জেলা জজ ও বিশেষ ট্রাইব্যুনাল-৫ এর বিচারক নাদিরা সুলতানা এই কারাদণ্ডাদেশ দেন।
প্রথম নিউজ, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে অস্ত্র রাখার দায়ে জেলাল হোসেন শেখ (৪৫) নামে এক যুবককে দুটি ধারায় ১৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার বেলা ১২টার দিকে সিরাজগঞ্জ যুগ্ম জেলা জজ ও বিশেষ ট্রাইব্যুনাল-৫ এর বিচারক নাদিরা সুলতানা এই কারাদণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত জেলাল হোসেন শেখ সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার বয়রা মাছুম গ্রামের আজিজল শেখের ছেলে।
আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি) মো. চাঁদ আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামির উপস্থিতিতে আদালত এই রায় দিয়েছেন। পরে তাকে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
মামলার অভিযোগপত্র সূত্রে জানা যায়, ২০১৬ সালের ৩০ অক্টোবর রাতে র্যাব-১২ এর ডিএডি'র নেতৃত্বে র্যাবের একটি দল কামারখন্দ উপজেলা ও তার আশপাশের এলাকায় টহল ডিউটি করছিল। এ সময় র্যাবের কাছে খবর আসে— সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার কুখ্যাত সন্ত্রাসী জেলাল হোসেন শেখ কামারখন্দ উপজেলার আলোক দিয়ার মধ্যেপাড়া গ্রামে অস্ত্র নিয়ে ঘোরাফেরা করছে। এমন খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালায় র্যাব-১২ সদস্যরা।
এ সময় জেলাল হোসেন শেখকে আটক করে তার দেহ তল্লাশি চালিয়ে একটি লোহার তৈরি পিস্তল, একটি পিস্তলের ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করে র্যাব। এ ঘটনায় র্যাব-১২ এর ডিএডি ইউনুস আলী বাদী হয়ে কামারখন্দ থানায় মামলা দায়ের করেন। মামলা চলাকালে ৭ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করেন আদালত। সাক্ষ্য প্রমাণ শেষে ১৮৭৮ সালের ১৯ (এ) ধারার অপরাধে ১০ বছর ও ১৯ (এফ) ধারায় ৭ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন বিচারক।