সমলিঙ্গে বিবাহে সামাজিক অধিকার নিশ্চিত করুক কেন্দ্র : ভারতীয় সুপ্রিম কোর্ট
বিচারপতি চন্দ্রচুর বলেন, সমলিঙ্গের বিবাহে যৌনতা ও সহবাসের বাইরে বেশকিছু বিষয় আছে যা কেন্দ্রকে সুনিশ্চিত করতে হবে।
প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: সমলিঙ্গের বিবাহে দম্পতিদের সামাজিক সুরক্ষা বজায় রাখার ব্যাপারে অভিমত প্রকাশ করলো ভারতের সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচুরের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ জানিয়েছে যে, এই ধরনের দম্পতিদের ব্যাংক অ্যাকাউন্ট খোলার এবং জীবনবীমার ক্ষেত্রে নমিনি হওয়ার অধিকার সুনিশ্চিত করতে হবে সরকারকে। যে পাঁচ সদস্যের বেঞ্চ এই নির্দেশ দিয়েছে তাতে চন্দ্রচুর ছাড়াও আছেন বিচারপতি রবীন্দ্র ভাট, হিমা কোহলি, পি ভি নরসিংহম ও এস কে কুয়াজ। বিচারপতি চন্দ্রচুর বলেন, সমলিঙ্গের বিবাহে যৌনতা ও সহবাসের বাইরে বেশকিছু বিষয় আছে যা কেন্দ্রকে সুনিশ্চিত করতে হবে।
যদিও সলিসিটর জেনারেল তুষার মেহতা আগেই জানিয়েছেন যে, সমলিঙ্গে বিবাহ মৌলিক অধিকার তা মনে করে না কেন্দ্র। সুপ্রিম কোর্ট ভারতীয় সংস্কৃতির কথা মনে রেখেও সমলিঙ্গে বিবাহকে স্বীকৃতি দেওয়ার পক্ষপাতী। সুপ্রিম কোর্ট সাফ জানিয়েছে যে, কেন্দ্রীয় সরকার এই ধরনের দম্পতিদের মৌলিক অধিকার প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে কেন্দ্র কী করছে সেই সম্পর্কে রিপোর্ট সুপ্রিম কোর্টকে আগামী ক'দিনের মধ্যে দেওয়ার নির্দেশ দিয়েছে।