ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণ মামলায় আদালতে যা বললেন মিস ক্যারল
আদালতে দাঁড়িয়ে জোর গলায় অভিযোগ করলেন যুক্তরাষ্ট্রের লেখক ও সাবেক কলামনিস্ট ই জ্যাঁ ক্যারল। তিনি বললেন- ডনাল্ড ট্রাম্প আমাকে ধর্ষণ করেছেন।
প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: আদালতে দাঁড়িয়ে জোর গলায় অভিযোগ করলেন যুক্তরাষ্ট্রের লেখক ও সাবেক কলামনিস্ট ই জ্যাঁ ক্যারল। তিনি বললেন- ডনাল্ড ট্রাম্প আমাকে ধর্ষণ করেছেন। এর সুষ্ঠু বিচার চাই। অন্যদিকে তার এ দাবিকে প্রতারণা এবং মিথ্যা অভিযোগ বলে দাবি করেছেন সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। এ খবর দিয়ে অনলাইন স্কাই নিউজ বলছে, ট্রাম্পের বিরুদ্ধে আগেই দেওয়ানি মামলা করেছেন মিস ক্যারল। এর শুনানিতে তিনি নিউ ইয়র্কের ফেডারেল একটি আদালতে জুরিদের সামনে বক্তব্য তুলে ধরেন। বলেন, আমি আজ এখানে। এর কারণ, ডনাল্ড ট্রাম্প আমাকে ধর্ষণ করেছেন। তারপর এ নিয়ে মিথ্যা কথা বলেছেন। তিনি বলেছেন, এমন ঘটনা ঘটেনি। তার এই মিথ্যাচার আমার সুনামকে ক্ষতবিক্ষত করে দিয়েছে। তাই আমি আদালতে দাঁড়িয়েছি বিচার পেতে এবং আমার জীবন ফিরে পেতে।
ই জ্যাঁ ক্যারলের বয়স এখন ৭৯ বছর। তিনি যুক্তরাষ্ট্রের ‘ইলি’ ম্যাগাজিনের সাবেক একজন পরামর্শমুলক কলামনিস্ট। ট্রাম্পের কাছ থেকে তিনি অজ্ঞাত পরিমাণ ক্ষতিপূরণ দাবি করেছেন। এই মামলায় তিনি বুধবার আদালতে দাঁড়ান। বলেন, ১৯৯০ এর দশকে তার ওপর নৃশংসতা চালান ট্রাম্প। ট্রাম্প তখন একজন সুপরিচিত ব্যবসায়ী। ম্যানহাটানের বার্গডর্ফ গুডম্যানে পোশাক পরিবর্তনের কক্ষে তার ওপর ঝাঁপিয়ে পড়েন ট্রাম্প। তিনি তাকে দেয়ালের সঙ্গে ঠেসে ধরেন এবং ধর্ষণ করেন। এ সময় তাকে সরিয়ে দিতে চেষ্টা করেন মিস ক্যারল। কিন্তু ততক্ষণে পালিয়ে গেছেন ট্রাম্প। এ জন্য তিনি নিজেকে দায়ী করেছেন। তার মধ্যে ভয় ছিল চাকরি থেকে তাকে বরখাস্ত করা হতে পারে। এ ঘটনার রিপোর্ট করলে তার ওপর প্রতিশোধ নিতে পারেন ট্রাম্প।
মিস ক্যারল বলেন, আমি এই আদালতে বসে এখনও সেই বেদনা অনুভব করি। এর ফলে সারাজীবন আমি কোনো রোমান্টিক সম্পর্ক গড়তে পারিনি।