সাভারে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সাভারে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০

প্রথম নিউজ, সাভার: সাভারে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষে কমপক্ষে দশ জন আহতের খবর পাওয়া গেছে। এদের মধ্যে চার জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে চিকিৎসকরা। রোববার (৯ জুলাই) গভীর রাতে সাভার বাজার বাসস্ট্যান্ডের রাজ্জাক প্লাজার পেছনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাতে রাজ্জাক প্লাজার পেছনে কিশোর গ্যাং গ্রুপের সদস্যরা ধারালো অস্ত্র নিয়ে চার যুবককে এলোপাতাড়ি কোপাতে থাকে। এসময় দুই গ্রুপের সংঘর্ষ হলে অন্তত দশ জন আহত হয়। পরে খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। এদের মধ্যে চার জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা। এ ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।