নাকুগাঁও স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ
আজ সোমবার (১০ জুলাই) নাকুগাঁও স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি মোস্তাফিজুর রহমান মুকুল এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রথম নিউজ, শেরপুর: শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছেন ভারতের রপ্তানিকারকরা। এ সড়কে ভারত ও ভুটান থেকে পণ্য আমদানি করা হয়ে থাকে।
আজ সোমবার (১০ জুলাই) নাকুগাঁও স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি মোস্তাফিজুর রহমান মুকুল এ তথ্য নিশ্চিত করেছেন।
নাকুগাঁও স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক সমিতি সূত্রে জানা যায়, ওই সড়কটির সংস্কার কাজ শুরু হওয়ায় মালবাহী ভারী ট্রাক যাতায়াত ব্যাহত হচ্ছিল। সংস্কার কাজ শেষ হতে প্রায় ১০ দিন সময় লাগবে। এ কারণে কাজ শেষ না হওয়া পর্যন্ত পণ্যবাহী ট্রাক চলাচল বন্ধ করা হয়েছে বলে ভারতীয় ব্যবসায়ীদের পক্ষ থেকে জানানো হয়েছে। তাই আগামী ১০ দিন ভারত থেকে সব ধরনের পণ্য আমদানি ও রপ্তানি বন্ধ থাকবে।
মোস্তাফিজুর রহমান মুকুল জানান, পাহাড়ি ঢল ও বৃষ্টির কারণে ভারতের ঢালু গ্রামের গারো বাঁধা এলাকায় রাস্তা ভেঙে গেছে। এ কারণে পণ্য আমদানি সাময়িকভাবে বন্ধ রয়েছে। রাস্তা ঠিক হলেই আমদানি শুরু হবে। বিকল্প সড়কে আমদানি কাজ চালু করার চেষ্টা চলছে। তিনি আরও জানান, যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে। ট্রাক চলাচল বন্ধ থাকলেও বন্দরে পাথর ভাঙার কাজ স্বাভাবিকভাবেই চলছে।