Ad0111

স্বেচ্ছাসেবক দলের ১৫ ইউনিটের কমিটি গঠন

সিলেট জেলার ১৩টি ও বান্দরবান জেলার দুটি ইউনিট কমিটির অনুমোদন দেওয়া হয়।

স্বেচ্ছাসেবক দলের ১৫ ইউনিটের কমিটি গঠন
ফাইল ফটো

প্রথম নিউজ, ঢাকা: বিএনপির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ১৫ ইউনিটের কমিটি গঠন ঘোষণা করা হয়েছে। বুধবার (২ ফেব্রুয়ারি) সিলেট জেলার ১৩টি ও বান্দরবান জেলার দুটি ইউনিট কমিটির অনুমোদন দেওয়া হয়। সংগঠনের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সিলেটের অনুমোদিত ইউনিটের কমিটি
বালাগঞ্জ উপজেলার আহ্বায়ক সাবুল আহমদ ও সদস্য সচিব দেলোয়ার হোসেন মুকিত। যুগ্ম আহ্বায়ক-১. মহিবুর রহমান মুহিব ২. ফখরুল ইসলাম রাজু ৩. সাবুল আহমদ (জেল সাবুল) ৪. মোজাহিদ হোসেন শহীদ ৫. আব্দুল কুদ্দুস ৬. নজরুল ইসলাম ৭. সালমান হোসেন ৮. রেজাউল করিম জুলকান ৯. বদরুল আলমসহ ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি।

গোয়াইনঘাট উপজেলার আহ্বায়ক আহমদ হুয়ায়ুন জামাল ও সদস্য সচিব মো. শাহাব উদ্দিন চেয়ারম্যান। যুগ্ম আহবায়ক-১. মো. গোলাম কিবরিয়া সাত্তার ২. মো. ফরিদ আহমদ (মিত্রি মহল) ৩. হাবিবুর রহমান ৪. বিলাল উদ্দিন ৫. তরিকুল ইসলাম ৬. তৈয়বুর রহমান (মেম্বার) ৭. আকরামুল হাসান আকরাম ৮. বেলাল আবেদীন ৯. মেহেদী হাসান মিনহাজসহ ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি।

জকিগঞ্জ উপজেলার আহ্বায়ক সামসুল ইসলাম লেইছ ও সদস্য সচিব অ্যাডভোকেট রুহুল আমিন। যুগ্ম আহবায়ক-১. সদিওল হোসাইন ২. মুশফিকুর রহমান ৩. আহাদুর রহমান মুন্না ৪. আহমদ আল সাবু চৌধুরী ৫. সায়েফ আহমদ ৬. মো. আলতাফ হোসেন ৭. জয়নাল আবেদিন ৮. সাদিকুর রহমান সাদেক ৯. হায়দার হোসেন চৌধুরীসহ ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি।

জকিগঞ্জ পৌরন আহবায়ক শাহেদুজ্জামান শাহেদ ও সদস্য সচিব আব্দুস সালাম। যুগ্ম আহবায়ক-১. মো. ইসলাম উদ্দিন ২. মাজেদ আহমদ ৩. জাহাঙ্গীর আহমদ ৪. শামীম আহমদ ৫. খালেদ আহমদ ৬. শরিফ আহমদ ৭. আব্দুল বাছিত ৮. আবু সুফিয়ান ৯. মো. সাইফুর রহমানসহ ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি।

গোলাপগঞ্জ উপজেলার আহবায়ক মওদুদ হোসেন চৌধুরী সুমন ও সদস্য সচিব নাছির আহমদ আবেদ। যুগ্ম আহবায়ক-১. দেলোয়ার হোসেন ২. শাহিউল আলম চৌধুরী ৩. সিরাজুল ইসলাম ৪.মো. সাঈদ আহমদ জামিল ৫. আনোয়ার হোসেন ছয়ফুল ৬. জামাল উদ্দিন ৭. শিপু আহমদ ৮. মাজেদ আহমদ ৯. মো. কামরান উদ্দিনসহ ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি।

গোলাপগঞ্জ পৌর আহবায়ক তাহির আলী ও সদস্য সচিব তাজুল ইসলাম তাজ। যুগ্ম আহবায়ক- ১. ফয়সল আহমদ খান ২.আক্তার হোসেন ৩. আবুল হোসেন ৪. মো. মঞ্জুর আহমদ ৫. জাবেদ আহমদ ৬.তাহেল আহমদ ৭. আজিজুর রহমান পাপন ৮. সাইদুল হক ৯. লোকমান আহমদসহ ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি।

বিয়ানীবাজার উপজেলার আহবায়ক মো. সরওয়ার হোসেন সুমন ও সদস্য সচিব আফজাল আহমদ। যুগ্ম আহবায়ক-১. হাসানুল হক মেম্বার ২. মো. হিফজুল ইসলাম চৌধুরী ৩. মো. আবিদুর রহমান চৌধুরী ৪. আক্তার হোসেন ৫. লিটন ইসলাম ৬. তানভীর আহমদ ৭.মো. হাসান মাহমুদ ৮. সামাদ আহমদ ৯. ইশতেয়াক আহমদ রাজাসহ ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি।

বিয়ানীবাজার পৌর আহবায়ক আব্দুল আমিন ও সদস্য সচিব সামসুজ্জামান জাকির। যুগ্ম আহবায়ক-১. মো: জাবেদ ২. মো. জামিল আহমদ ৩. কবিরুল ইসলাম ৪. আকবর হোসেন ৫. ওয়াহিদুজ্জামান ৬. মো. শিহাব উদ্দিন ৭.মো. স্বাধীন আহমদ রাজু ৮. জুনেদ আহমদ ৯. কামাল আহমদসহ ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি।

সিলেট সদর উপজেলার আহবায়ক আমিনুর রহমান আমিন ও সদস্য সচিব জুয়েল আহমদ। যুগ্ম আহবায়ক-১. আলা উদ্দিন মনাই ২. রুহেল আহমদ ৩. আব্দুস সালাম আজাদ ৪. আব্দুল আহাদ লিমন ৫. রিপন আহমদ ৬. নুরেছ আলী ৭. শাহীন আহমদ ৮. আল আমিন আহমদ ৯. সাব্বির আহমদসহ ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি।

জৈন্তাপুর উপজেলার আহবায়ক মোহাম্মদ শাহজাহান, সদস্য সচিব মো. আব্দুল্লাহ ইলিয়াছ। যুগ্ম আহবায়ক-১. ময়নুল ইসলাম মেম্বার ২. জাকারিয়া আহমদ ৩. আব্দুল মুতালিব ৪.মাসুক আহমদ ৫. নুমান আহমদ ৬. বিলাল আহমদ রুবেল ৭. ছালেহ আহমদ ৮. নাছির আহমদ ৯. সজল রাম দাসসহ ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি।

দক্ষিণ সুরমা উপজেলার আহবায়ক আব্দুল মালিক মল্লিক ও সদস্য সচিব নুরুল আমিন। যুগ্ম আহবায়ক-১. হোসেন আহমদ তালুকদার ২. হোসেন আহমদ রুহুল ৩. ইমন আহমদ ৪. মহিউস সামাদ সানু ৫. রুমেল আহমদ রুশন ৬. জাহাঙ্গীর হোসেন লকুছ ৭. সাদেক আহমদ ৮. রায়হানুল হক ৯. শামীম আহমদসহ ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি।

ফেঞ্চুগঞ্জ উপজেলার আহবায়ক জাহাঙ্গীর হোসেন ও সদস্য সচিব তপু আহমদ খান। যুগ্ম আহবায়ক-১. সাইফুল মিঠু ২. মনিরুজ্জামান চৌধুরী রাসেল ৩. আবুল হোসাইন মো. সামি ৪. আব্দুল্লাহ আল মামুন ৫. মো: সুয়েব আহমদ ৬. আজিজুর রহমান আজিজ ৭. সৈয়দ আক্তার আহমদ ময়না ৮. মছনুন আহমদ ৯. ওলিদ আহমদ সেন্টু ১০. রেজাউর রহমান কাওছারসহ ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি।

বিশ্বনাথ পৌর আহবায়ক সুহেল আহমদ শুভ ও সদস্য সচিব দুলাল মিয়া। যুগ্ম আহবায়ক-১. আবুল খায়ের ২. এনামুল হক ৩. তছলিম উদ্দিন ৪. আরশ আলী ৫. সুমিম আহমদ ৬. আব্দুল গণি ৭. বেলাল আহমদ-১ ৮.মো. নিজাম উদ্দিন ৯. সাইদুর রহমান ১০. মো: বেলাল আহমদ-২ ১১. সুজন আহমদসহ ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি।

বান্দরবান জেলার অনুমোদিত ইউনিট কমিটিসমূহ
নাইক্ষ্যংছড়ি উপজেলার আহবায়ক আব্দুর রশিদ ও সদস্য সচিব মো: হোসাইন। যুগ্ম আহবায়ক-১. আব্দুর রশিদ (বাইশারী) ২. নুর মোহাম্মদ সিকদার ৩. সনজীব কুমার দাশ (সুমন) ৪. সিরাজুল ইসলাম ৫. মো: রাসেল ৬. মো. কলিম উল্লাহ ৭. জয়নাল আবেদীন ৮. আজিজুল হাকীমসহ ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি।

আলীকদম উপজেলার আহবায়ক আবুল বশর ও সদস্য সচিব সন্তোষ কুমার দাস। যুগ্ম আহবায়ক-১. বশিরুল আলম ২. কাইছার উদ্দিন (বাপ্পি) ৩. আমির হোসেন ৪. আলী হোসেন ৫. আবু হানিফ (বাচ্চু) ৬. নজরুল ইসলাম ৭. আব্দুল আলীম (আলী) ৮. মো. আব্দুল হক রুবেল ৯. জালাল উদ্দিনসহ ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি।

ঘোষিত কমিটিসমূহকে আগামী তিন মাসের মধ্যে সব ইউনিয়নের কমিটি করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

This site uses cookies. By continuing to browse the site you are agreeing to our use of cookies & privacy Policy from www.prothom.news