সুনামগঞ্জ জেলা ছাত্রদল আহ্বায়ক ও সদস্য সচিব গ্রেপ্তার
প্রথম নিউজ, সুনামগঞ্জ: নাশকতার পরিকল্পনার অভিযোগে সুনামগঞ্জ জেলা ছাত্রদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম ও সদস্য সচিব তারেক মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকালে পৌর শহরের শান্তিবাগ এলাকার একটি বাসা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, পৌর শহরে বিভিন্ন সময়ে হরতালের সমর্থনে মিছিল করে যানবাহন ভাঙচুরসহ কয়েকটি মামলা রয়েছে জেলা ছাত্রদলের আহ্বায়ক ও সদস্য সচিবের বিরুদ্ধে। আজকেও হরতালের সমর্থনে সুনামগঞ্জে সকাল থেকে নাশকতার পরিকল্পনা করে জেলা ছাত্রদলের নেতাকর্মীরা। সেই সঙ্গে সকালে শহরের দুটি পয়েন্টে যানবাহন ভাঙচুর করা হয়। পরে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ওই বাসা থেকে তাদের গ্রেপ্তার করে।
সুনামগঞ্জ সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রিয়াজ উদ্দিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, উপজেলার মরাটিলা এলাকা থেকে পুলিশের টহলদল তাদের আটক করে। আটককৃতরা সাদা রঙের প্রাইভেটকারে বসে শহরের বিভিন্ন জায়গায় গাড়ি ভাঙচুর ও নাশকতা করে। তাদের বিরুদ্ধে সুনামগঞ্জ সদর মডেল থানায় বেশ কয়েকটি মামলাও রয়েছে। দীর্ঘদিন ধরে তারা পালিয়ে বেড়াচ্ছিলেন। আজ তাদের আটক করা হয়েছে।