সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কামরুল ইসলাম নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত


প্রথম নিউজ, ডেস্ক : সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কামরুল ইসলাম নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

নিহত কামরুলের বাড়ি মাদারগঞ্জ-সারিয়াকান্দি সীমনা সংলগ্ন ছনপঁচা গ্ৰামে। তার বাবার নাম তাছেন মণ্ডল।

স্বজনরা জানান, ৩ বছর আগে জীবিকার তাগিদে কামরুল সৌদি আরবে যায়। সেখানে তিনি প্রাইভেটকার চালাতেন।

সোমবার রাতে রিয়াদ শহরে গাড়ি থেকে নামার সময় পেছন থেকে অপর একটি প্রাইভেটকার কামরুলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান।

তার লাশ রিয়াদ শহরের একটি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। কামরুলের আকস্মিক মৃত্যুতে স্ত্রী, দুই শিশু সন্তানসহ পরিবারের সদস্য ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।