শ্রীপুরে ছাত্রদল নেতার মৃত্যুতে বিএনপির কেন্দ্রীয় নেতা ডাক্তার বাচ্চুসহ নেতৃবৃন্দের শোক
শ্রীপুর (গাজীপুর সদর) প্রতিনিধিঃ শ্রীপুর পৌরসভার ১নং ওয়ার্ড ছাত্রদলের যুগ্ম সাধারন সম্পাদক আসিফ (২০) ২৯ এপ্রিল মটর সাইকেল দুর্ঘটনায় মারাত্বক ভাবে আহত হলে তাকে ঢাকাস্থ বাংলাদেশ কোয়েত মৈত্রি হাসপাতালে ভর্তি করা হয়। ১১ দিন আসিফ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে গত ৮ মে বিকাল ৪ টার মৃত্যুবরণ করেন (ইন্না.... রাজিউন)। মৃত আসিফ শ্রীপুর পৌরসভার ১নং ওয়ার্ডের রফিকুল আলমের ছেলে। ৯ মে সকাল সাড়ে ৯ টায় নিজ বাড়ীতে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। জানাজা নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা: এস এম রফিকুল ইসলাম বাচ্চু, উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান ফকির, সাবেক সভাপতি আব্দুল মোতালেব, সাধারন সম্পাদক আকতারুল আলম মাস্টার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব বিল্লাল হোসেন বেপারী সহ উপজেলা ও পৌরসভা ছাত্রদলের নেতৃবৃন্দ ।