সৌদি আরব চীনে তেলের সরবরাহ কমিয়ে দেবে
বিশ্বের বৃহত্তম তেল রপ্তানিকারক সৌদি আরামকো অন্তত চারটি চীনা শোধনাগারকে অবহিত করেছে যে তারা আগামী মাসে চুক্তিকৃত পরিমাণের চেয়ে কম তেল সরবরাহ করবে।
প্রথম নিউজ, ডেস্ক : সৌদি আরব জুলাই মাস থেকে চীনে তেলের সরবরাহ কমিয়ে দেবে, শুক্রবার রয়টার্স এবং ব্লুমবার্গ বিষয়টি সামনে এনেছে। প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের বৃহত্তম তেল রপ্তানিকারক সৌদি আরামকো অন্তত চারটি চীনা শোধনাগারকে অবহিত করেছে যে তারা আগামী মাসে চুক্তিকৃত পরিমাণের চেয়ে কম তেল সরবরাহ করবে। সূত্র মারফত খবর, ইউক্রেন-সম্পর্কিত নিষেধাজ্ঞার মধ্যে পশ্চিমা রাষ্ট্রগুলি রাশিয়ান তেল সরবরাহ বাতিল করা শুরু করার পরে চীন যথেষ্ট ছাড়ে রাশিয়ান তেলের আমদানি বাড়াতে শুরু করে। উপরন্তু, নতুন সরবরাহকারীদের সন্ধানের মধ্যে বিশ্বব্যাপী, বিশেষ করে ইউরোপে সৌদি তেলের চাহিদা বাড়ছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে যে জাপান, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড এবং ভারতের শোধনাগারগুলি তাদের সম্পূর্ণ তেল পাবে,এমনকি পেনজেরাং-এ মালয়েশিয়ার শোধনাগারেও অতিরিক্ত তেল সরবরাহও করা হবে।
এছাড়াও, অন্তত তিনটি ইউরোপীয় তেল পরিশোধক কোম্পানি সৌদি কোম্পানির কাছ থেকে জুলাই থেকে ডেলিভারির জন্য চুক্তি করেছে। এই সপ্তাহের শুরুতে, সৌদি আরামকো তার আরব লাইট ক্রুড অয়েলের দাম জুলাই থেকে প্রতি ব্যারেল ২.১০ ডলার বাড়িয়ে বাজারকে অবাক করেছে, যা প্রত্যাশার চেয়ে অনেক বেশি। এই পদক্ষেপের জেরে ইতিমধ্যেই বৈশ্বিক তেলের দাম প্রতি ব্যারেল ১২০ ডলার এর ওপরে পৌঁছে গেছে। এদিকে চীনে কোভিড -১৯ এর পর লকডাউন শিথিলকরণ এবং রাশিয়ান তেলের ওপর নিষেধাজ্ঞার কারণে তেলের সরবরাহ নিয়ে অনিশ্চয়তার পাশাপাশি ঘাটতির আশঙ্কা দেখা দিয়েছে ।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews