সিদ্ধিরগঞ্জে বিএনপির সঙ্গে পুলিশের সংঘর্ষ, সাখাওয়াতসহ আটক ৫
এসময় বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।
প্রথম নিউজ, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলার শিমরাইলে বিএনপির অবস্থান কর্মসূচিতে হামলা চালিয়েছে পুলিশ। এসময় বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। সেখান থেকে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেনসহ পাঁচজনকে আটক করা হয়। আজ শনিবার বেলা সোয়া ১১টার দিকে এ ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে পুলিশ কয়েকটি শটগানের গুলি ছোড়ে। এতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
এদিকে বিএনপির অবস্থান কর্মসূচি ঘিরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা আছে। পুলিশ জানিয়েছে, বিএনপির কর্মসূচির অনুমতি নেই। জনগণের জানমালের নিরাপত্তায় বিঘ্ন সৃষ্টির চেষ্টা করা হলে কঠোর ব্যবস্থা নেবে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপির অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে বেলা ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মুক্তি সরণি এলাকায় জড়ো হতে শুরু করেন নেতা-কর্মীরা। সেখানে জেলা বিএনপির নেতা শহীদুল ইসলামসহ ৩০-৪০ জন নেতা-কর্মীকে জড়ো হতে দেখা যায়। পুলিশ তাঁদের ধাওয়া দিলে তাঁরা ছত্রভঙ্গ হয়ে মহাসড়ক ছেড়ে ভেতরের সড়কের দিকে চলে যান।