সীতাকুণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকলো দোকানে, নিহত ১
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকাল ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনাইছড়ি ইউনিয়নের মদনহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রথম নিউজ, চট্টগ্রাম: সীতাকুণ্ডে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে গেলে চাপা পরে সুধীর চন্দ্র দাস (৭১) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এসময় আহত হয় আরও ৬ জন।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকাল ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনাইছড়ি ইউনিয়নের মদনহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সুধীর চন্দ্র দক্ষিণ শীতলপুর এলাকার ৮ নম্বর ওয়ার্ডের জেলে পাড়ার বরদা দাসের ছেলে।
কুমিরা ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা সুলতান মাহমুদ বলেন, আহত যাত্রীদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বারআউলিয়া হাইওয়ে থানার উপ পরিদর্শক (এসআই) শাহ আলম বলেন, ফেনীর বসুরহাট রুটের সূচনা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে স্ক্র্যাপ জাহাজের মেরিন মেশিনারিজ (পার্টস) দোকানে ঢুকে পরে। এতে দোকানে বসে থাকা এক বৃদ্ধ চাপা পড়েন। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।