সংঘর্ষ থামাতে গিয়ে প্রাণ গেল যুবকের

আজ সোমবার সকালে উপজেলার হরিপুর বাজারে এ ঘটনা ঘটে। সালেহ আহমদ ফতেহপুর ইউনিয়নের হেমু ভাটপাড়ার সিফাত উল্লাহর ছেলে।

সংঘর্ষ থামাতে গিয়ে প্রাণ গেল যুবকের
নিহত হাফেজ মাওলানা সালেহ আহমদ

প্রথম নিউজ, সিলেট: সিলেটের জৈন্তাপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে হাফেজ মাওলানা সালেহ আহমদ (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ সোমবার সকালে উপজেলার হরিপুর বাজারে এ ঘটনা ঘটে। সালেহ আহমদ ফতেহপুর ইউনিয়নের হেমু ভাটপাড়ার সিফাত উল্লাহর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে হরিপুর বাজারে শ্যামপুর ও হাউদপাড়া গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়। রাত থেকে শুরু হওয়া সংঘর্ষ থামাতে গিয়ে সোমবার সকাল ৭টার দিকে সালেহ আহমদসহ কয়েকজন মধ্যস্থতার উদ্যোগ নিলে তাদের ওপরও হামলা হয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ ঘটনায় বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন।

জৈন্তাপুর থানার ডিউটি অফিসার এসআই পার্থ রঞ্জন চক্রবর্তী বলেন, দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়া হয়েছে। এখন পর্যন্ত এই ঘটনায় কোনো মামলা হয়নি।

খবর পেয়ে বেলা ১১টায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিলেট জেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দীন খান, সিলেট জেলা পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন আহমদ, জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আল বশিরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) রিপা মনি, অধ্যক্ষ ফজুল হক, আওয়ামী লীগ নেতা আলাউদ্দিন আলী এবং যুবলীগের আহ্বায়ক আনোয়ার হোসেন।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom