সকালের বৃষ্টিতে কিছুটা স্বস্তি রাজধানীবাসীর

 সকালের বৃষ্টিতে কিছুটা স্বস্তি রাজধানীবাসীর

প্রথম নিউজ, ঢাকা : গত কয়েকদিন ধরে ঢাকায় তাপপ্রবাহ চলছে। এরমধ্যে গত মঙ্গলবার থেকে হিট অ্যালার্টের মধ্যে রয়েছে রাজধানী ঢাকা। তবে চলমান তাপপ্রবাহের মধ্যে আজ শনিবার সকালের বৃষ্টি কিছুটা স্বস্তি এনেছে নগরবাসীর। বৃষ্টি ততটা না হলেও এর ফলে কিছুটা কমেছে তাপমাত্রা। এতে কেটেছে অস্বস্তি।

শনিবার (১৮ মে) সকাল থেকেই আকাশ ছিল অন্ধকারাচ্ছন্ন। এরপর সকাল আটটার পর শুরু হয় বৃষ্টি। সকাল থেকে বাড্ডা, পল্টন, গুলিস্তান, সেগুন বাগিচাসহ রাজধানীর বিভিন্ন এলাকায় বৃষ্টি হয়েছে।

বৃষ্টিতে স্বস্তি ফিরলেও বিভিন্ন কাজে বাইরে বের হওয়া নগরবাসীকে কিছুটা দুর্ভোগে পড়তে হয়েছে। এদিন সরকারি অফিস বন্ধ থাকলেও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান খোলা থাকায় রাস্তায় দুর্ভোগে পড়েন অফিসগামী মানুষ।

শুক্রবার সন্ধ্যায় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে মৃদু ও মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এটি অব্যাহত থাকতে পারে।