শাহজালালে পাকস্থলীতে ইয়াবা, আটক ১
পাকস্থলী থেকে ১ হাজার ৯৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে
প্রথম নিউজ, ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাকস্থলীতে করে ইয়াবা ট্যাবলেট পাচারের সময় স্বপন মিয়া (২৪) নামে ব্যক্তি আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ। আটকের পর তার পাকস্থলী থেকে ১ হাজার ৯৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে।
আজ মঙ্গলবার বিকেলে আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক এ তথ্য জানান। জিয়াউল হক জানান, সোমবার রাতে অভ্যন্তরীণ টার্মিনালের সামনে ঘোরাফেরা করছিলেন স্বপন মিয়া। সন্দেহজনক হিসেবে এপিবিএন সদস্যরা জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করে।
এ সময় তিনি বিভ্রান্তিকর তথ্য দিয়ে আসছিলেন। পরে বিস্তারিত জিজ্ঞাসাবাদে স্বীকার করেন যে তিনি পাকস্থলীতে ইয়াবা বহন করছেন। পরে হাসপাতালে এক্স-রে করে তার পাকস্থলীতে ইয়াবার অবস্থান সম্পর্কে নিশ্চিত হয় পুলিশ। এ সময় ১ হাজার ৯৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, স্বপন মিয়ার বাড়ি কুমিল্লার দেবীদ্বারে। তিনি ফতেহাবাদের ওহিদুর রহমান ভূইয়ার ছেলে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিমানবন্দর থানায় মামলা দায়ের করেছে বিমানবন্দর আর্মড পুলিশ।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews