শাহজাদপুরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে গ্রেফতার

গ্রেফতাররা হলেন- ওই গ্রামের রমজান সরকারের ছেলে আনোয়ার হোসেন (৫০) ও তার ছেলে কামরুল ইসলাম (২০), একই গ্রামের লিটন সরকারের ছেলে জাহিদ হোসেন (১৮) এবং কবিরুল ইসলাম (১৮)।

শাহজাদপুরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে গ্রেফতার
দেশীয় অস্ত্রসহ গেফতাররা

প্রথম নিউজ,সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের শাহজাদপুরে হত্যা মামলার আসামি বাবা-ছেলেসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ বুধবার ভোরে উপজেলার উল্টাডাব গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

গ্রেফতাররা হলেন- ওই গ্রামের রমজান সরকারের ছেলে আনোয়ার হোসেন (৫০) ও তার ছেলে কামরুল ইসলাম (২০), একই গ্রামের লিটন সরকারের ছেলে জাহিদ হোসেন (১৮) এবং কবিরুল ইসলাম (১৮)।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদ মাহমুদ খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় রামদা, ফালা, ঢালসহ বিপুল পরিমাণ দেশীয়সহ চারজনকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, আটকদের বিরুদ্ধে শাহজাদপুর থানায় অস্ত্র আইনে মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom