'শান্তিপূর্ণভাবে প্রতিবাদকারী' শিক্ষার্থীদের বিরুদ্ধে সহিংসতায় ক্ষুব্ধ অস্ট্রেলিয়ান এমপি, তীব্র নিন্দা

'শান্তিপূর্ণভাবে প্রতিবাদকারী' শিক্ষার্থীদের বিরুদ্ধে সহিংসতায় ক্ষুব্ধ অস্ট্রেলিয়ান এমপি, তীব্র নিন্দা

প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: কোটা সংস্কারের দাবিতে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করা শিক্ষার্থীদের বিরুদ্ধে সহিংসতার খবরে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন অস্ট্রেলিয়ান এমপি অ্যাবিগেল সেলিনা বয়েড। তিনি অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েল্‌স পার্লামেন্টে ‘অস্ট্রেলিয়ান গ্রিনস’ দলের এমপি। 

বৃহস্পতিবার ২৯ সেকেন্ডের এক ভিডিও বার্তার শুরুতে তাকে বলতে শোনা যায়, হাই অ্যাবিগেল বয়েড।
আমি নিউ সাউথ ওয়েল্‌স পার্লামেন্টে গ্রিনস দলের একজন এমপি। 

বাংলাদেশের শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করে যাচ্ছে মন্তব্য করে অ্যাবিগেল সেলিনা বয়েড বলেন, "শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করা শিক্ষার্থীদের বিরুদ্ধে সহিংসতার খবর শুনে আমি সম্পূর্ণভাবে ক্ষুব্ধ।"

শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে সহিংসতার কোনো স্থান নেই মন্তব্য করে তিনি বলেন, "যারা এই সহিংসতার জন্য দায়ী তাদের কর্মকাণ্ডের জন্য আমি তীব্র নিন্দা জানাচ্ছি। আমি শান্তির আহ্বান জানাচ্ছি।"