শত্রুপক্ষের ভেবে নিজেদের বিমান গুলি করে নামাল রুশ সেনারা

 শত্রুপক্ষের ভেবে নিজেদের বিমান গুলি করে নামাল রুশ সেনারা
শত্রুপক্ষের ভেবে নিজেদের বিমান গুলি করে নামাল রুশ সেনারা

প্রথম নিউজ, ডেস্ক : রাশিয়ার একটি বিমানের ধ্বংসাবশেষ। মার্চ মাসের শুরুতে কিয়েভের কাছে বিমানটি গুলি করে ভূপাতিত করা হয়েছিল

ইউক্রেনে এক মাসেরও বেশি সময় ধরে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। রুশ হামলার শুরু থেকেই ইউক্রেন বিপর্যস্ত হলেও রাশিয়ার সামরিক বাহিনীর ক্ষয়ক্ষতিও কম নয়। তবে নিজেদের এই ক্ষয়ক্ষতির পেছনে রয়েছে রুশ সেনাদের অবদানও!

যুক্তরাজ্যের সাইবার-গোয়েন্দা সংস্থা গভর্নমেন্ট কমিউনিকেশন হেডকোয়াটার্স বা জিসিএইচকিউ’র তথ্য অনুযায়ী, রুশ সৈন্যরা দুর্ঘটনাক্রমে তাদের নিজস্ব একটি বিমান গুলি করে ভূপাতিত করেছে এবং কখনও কখনও (জ্যেষ্ঠ কর্মকর্তাদের) আদেশ মানতে অস্বীকার করেছে। বৃহস্পতিবার (৩১ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

সংবাদমাধ্যমটি বলছে, বৃহস্পতিবার অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটিতে বক্তৃতা দেবেন জিসিএইচকিউ’র পরিচালক স্যার জেরেমি ফ্লেমিং। বক্তব্যটি জিসিএইচকিউ’র ওয়েবসাইটে আগেই প্রকাশ করা হয়েছে।

সেখানে তিনি বলেছেন, এটি স্পষ্ট যে ভ্লাদিমির পুতিন ইউক্রেনের পরিস্থিতি সম্পর্কে ‘ব্যাপকভাবে ভুল ধারণা’ করেছেন এবং রাশিয়ার সামরিক বাহিনীর সক্ষমতা সম্পর্কেও ‘অতিরিক্ত অনুমান করেছেন’।

এই বক্তৃতায় ফ্লেমিং আরও বলা বলেছেন, ‘(গত এক মাসে) আমরা দেখেছি, অস্ত্র ও মনোবলের ঘাটতিতে থাকা রাশিয়ার সমারিক বাহিনীর সদস্যরা জ্যেষ্ঠ কর্মকর্তাদের আদেশ পালন করতে অস্বীকার করছে, তাদের নিজেদের সামরিক সরঞ্জাম নষ্ট করছে এবং এমনকি দুর্ঘটনাক্রমে তাদের নিজস্ব বিমান গুলি করে ভূপাতিত করেছে।’

জিসিএইচকিউ’র এই পরিচালক আরও বলছেন, পুতিনের উপদেষ্টারা ‘তাকে সত্য বলতে ভয় পান’। একই ধরনের কথা চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনীয় কর্মকর্তাদের বক্তব্যেও উঠে এসেছে। অবশ্য রুশ সেনাদের হাতে নিজেদের যুদ্ধবিমান দুর্ঘটনাক্রমে গুলি করে ভূপাতিত করার বিষয়ে রাশিয়া কোনো মন্তব্য করেছে কি না সেটি বিবিসির প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

ফ্লেমিংয়ের বক্তৃতায় আরও বলা হয়েছে, জিসিএইচকিউ বিশ্বাস করে যে, সাইবার-আক্রমণের মাধ্যমে ইউক্রেনকে দুর্বল করার ‘টেকসই’ প্রচেষ্টা করেছে রাশিয়া। এবং রুশ সাইবার যোদ্ধারা মস্কো-বিরোধী দেশগুলোতে হামলার জন্য লক্ষ্যবস্তু খুঁজছে বলেও ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার সিনিয়র উপদেষ্টাদের মাধ্যমে বিভ্রান্ত হয়েছেন বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। এছাড়া ইউক্রেন যুদ্ধ কতটা খারাপ দিকে যাচ্ছে এবং পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞা রাশিয়ার ওপর কতটা ক্ষতিকর প্রভাব ফেলছে সেটিও রুশ উপদেষ্টারা পুতিনকে জানাতে ভয় পাচ্ছেন বলে জানিয়েছে দেশটি।

হোয়াইট হাউসের কমিউনিকেশন ডিরেক্টর কেট বেডিংফিল্ড স্থানীয় সময় বুধবার এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, ‘প্রেসিডেন্ট পুতিন রাশিয়ার সামরিক বাহিনী মাধ্যমে বিভ্রান্ত হয়েছেন, যার ফলে পুতিন ও তার সামরিক নেতৃত্বের মধ্যে ক্রমাগত উত্তেজনা দেখা দিয়েছে বলে আমাদের কাছে তথ্য আছে।’

তিনি আরও বলেন, ‘আমরা বিশ্বাস করি, ইউক্রেনে রুশ সামরিক বাহিনী কতটা খারাপ করছে এবং পশ্চিমাদের নিষেধাজ্ঞার কারণে কিভাবে রাশিয়ার অর্থনীতি পঙ্গু হচ্ছে সে বিষয়ে পুতিনকে তার উপদেষ্টারা ভুল তথ্য দিচ্ছেন। কারণ পুতিনের সিনিয়র উপদেষ্টারা তাকে সত্য বলতে খুব ভয় পান।’

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom