শেখ হাসিনার পতন ঘটিয়ে নেতাকর্মীদের মুক্ত করা হবে: টুকু
শুক্রবার(১৮ আগস্ট)দয়াগঞ্জে বিএনপির পূর্বঘোষিত গণমিছিলের পূর্বে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।
প্রথম নিউজ, ঢাকা: অবৈধ শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়ে বন্দী নেতাকর্মীদের মুক্ত করা হবে বলে জানিয়েছেন জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু।
তিনি বলেন,'অনেকেই বলে শেখ হাসিনা হিটলারের মত।তিনি শেখ হাসিনা হিটলারের জুলুম অত্যাচার নিয়েছে কিন্তু তার দেশ প্রেম নেয়নি। তিনি এই দেশের জনগণের ওপর জুলুম অত্যাচার করে সম্রাজ্ঞী হতে চান। এটা বাংলার জনগণ মেনে নেবে না।
আজ শুক্রবার(১৮ আগস্ট)দয়াগঞ্জে বিএনপির পূর্বঘোষিত গণমিছিলের পূর্বে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।
সুলতান সালাউদ্দিন টুকু বলেন, আমরা লড়াই করছি গণতন্ত্রের জন্য ভোটের অধিকারের জন্য সুষ্ঠু ভোটের জন্য।শেখ হাসিনা অধীনে কোন নির্বাচনের জনগণ ভোট দিতে পারে নাই। অথচ শেখ হাসিনা বলে বেড়াচ্ছেন তিনি নাকি সুষ্ঠু ভোট দিচ্ছেন। তার কথা দেশে-বিদেশে কেউ বিশ্বাস করে না। শেখ হাসিনার পতন ঘটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠিত করা হবে।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক আব্দুস সালামের সভাপতিত্বে গণমিছিলে আরও বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়,আমির খসরু মাহমুদ চৌধুরী, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সঞ্চালনা করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি'র ভারপ্রাপ্ত সদস্য সচিব তানভীর আহমেদ রবিন।