লন্ডনে নওয়াজ শরীফের ওপর হামলার অভিযোগ
প্রথম নিউজ, ডেস্ক : অনাস্থা ভোটের আগেই উত্তপ্ত পাকিস্তানের রাজনীতি। সেই আঁচ পৌঁছেছে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনেও। শনিবার (২ এপ্রিল) লন্ডনে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের ওপর হামলা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
পাকিস্তানের এক সাংবাদিক টুইটারে এই দাবি করেছেন বলে রোববার (৩ এপ্রিল) এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় বার্তাসংস্থ এএনআই।
এতে বলা হয়েছে, লন্ডনের রাস্তায় সাবেক এই পাকিস্তানি প্রধানমন্ত্রীর ওপর চড়াও হয় পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) এক সমর্থক। ইমরান খানের নেতৃত্বাধীন এই দলটিই এখন পাকিস্তানের ক্ষমতায় রয়েছে। হামলায় নওয়াজ শরীফ বিশেষ চোট না পেলেও, তার দেহরক্ষী আহত হয়েছেন বলে জানা গেছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews