লিটনের অর্ধশতকে বাংলাদেশের শতক

আয়ারল্যান্ডকে সিরিজ হারানোর মিশনে টস হেরে ব্যাটিং করছে বাংলাদেশ দল

লিটনের অর্ধশতকে বাংলাদেশের শতক
লিটনের অর্ধশতকে বাংলাদেশের শতক

প্রথম নিউজ, ডেস্ক : আয়ারল্যান্ডকে সিরিজ হারানোর মিশনে টস হেরে ব্যাটিং করছে বাংলাদেশ দল। সোমবার (২০ মার্চ) দিনের শুরুতে ভালো শুরুর পর তামিম ইকবাল ফিরলেও অর্ধশতক তুলে নিয়েছেন আরেক ওপেনার লিটন দাস। তার অর্ধশতকের পর অবশ্য দলীয় রানও একশ পার করেছে টাইগাররা।
প্রথমে ব্যাট হাতে কিছুটা ধীরগতিতে শুরু করেন লিটন। তবে সময়ের ব্যবধানে লিটন হয়ে উঠেন ভয়ঙ্কর। এরপরই তিনি অর্ধশতক তুলে নেন, যা ওয়ানডেতে তার ৫ম। অন্যপ্রান্তে লিটনকে বেশ ভালো সঙ্গ দিচ্ছেন তিনে নামা নাজমুল হোসেন শান্ত। এখন পর্যন্ত বাংলাদেশ দলের সংগ্রহ ২১ ওভার শেষে ১ উইকেটে ১১৪ রান। শান্ত ৩২ রানে অপরাজিত এবং লিটন ব্যাট করছেন ৫৬ রানে।
এর আগে দিনের শুরুতে টস হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ দল। তবে শুরুতে ব্যাট হাতে বেশ সংগ্রাম করতে দেখা যায় টাইগার দুই ওপেনারকে। পরবর্তীতে অবশ্য খোলস ছেড়ে বের হন লিটন-তামিম। তবে ব্যক্তিগত ২৩ রানে থাকা অবস্থায় ফিরে যান তামিম। রান আউটের ফাঁদে পড়ে বিদায় নেওয়ার আগে অবশ্য তামিম পৌঁছে গেছেন রানের ১৫ হাজারি ক্লাবে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: