লেওয়ানডোস্কিকে ছাড়াই বড় জয় বার্সার

ছেলে রোমিও ও মার্কিন ক্লাবের কোচ আরেক ইংলিশ গ্রেট ফিল নেভিলের ছেলে হার্ভে নেভিল বদলি হিসাবে মাঠে নামলেও তেমন কিছু করতে পারেননি।

লেওয়ানডোস্কিকে ছাড়াই বড় জয় বার্সার
লেওয়ানডোস্কিকে ছাড়াই বড় জয় বার্সার

প্রথম নিউজ, ডেস্ক : দুদিন আগে যুক্তরাষ্ট্রে প্রাক-মৌসুম সফরে বার্সেলোনা দলের সঙ্গে যোগ দিয়েছেন রবার্ট লেওয়ানডোস্কি। সেখানেই কাল চার বছরের চুক্তি শেষে আনুষ্ঠানিকভাবে বার্সার খেলোয়াড় হিসাবে পরিচয় করিয়ে দেওয়া হয় বায়ার্ন মিউনিখ ছেড়ে আসা পোলিশ ফরোয়ার্ডকে।যুক্তরাষ্ট্রে চারটি প্রীতি ম্যাচ খেলবে বার্সা। মঙ্গলবার রাতে প্রথম প্রীতি ম্যাচে লেওয়ানডোস্কিকে খেলায়নি কাতালানরা। কিন্তু পোলিশ গোলমেশিনকে ছাড়াই ডেভিড বেকহ্যামের দল ইন্টার মায়ামিকে গোলবন্যায় ভাসিয়ে বার্সা বুঝিয়ে দিয়েছে, নতুন মৌসুমে ঝড় তুলতে প্রস্তুত তারা। ৬-০ ব্যবধানের জয়ে বার্সার ছয়জন আলাদা খেলোয়াড় গোল পেয়েছেন। সবচেয়ে উজ্জ্বল ছিলেন অভিষিক্ত রাফিনিয়া। লিডস থেকে বার্সায় নাম লেখানো ব্রাজিলীয় উইঙ্গার নিজে গোল করার পাশাপাশি দুটি গোল বানিয়ে দিয়েছেন। গোল পেয়েছেন অবামেয়াং, ফাতি, গাভি, ডিপাই ও দেম্বেলেও। ইন্টার মায়ামির মালিক সাবেক ইংল্যান্ড অধিনায়ক বেকহ্যাম। তার ছেলে রোমিও ও মার্কিন ক্লাবের কোচ আরেক ইংলিশ গ্রেট ফিল নেভিলের ছেলে হার্ভে নেভিল বদলি হিসাবে মাঠে নামলেও তেমন কিছু করতে পারেননি।

শনিবার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে পরের ম্যাচে বার্সার জার্সিতে অভিষেক হতে পারে লেওয়ানডোস্কির। এদিকে জাপান সফরের প্রথম প্রীতি ম্যাচে কাল কাওয়াসাকি ফ্রন্টটেলের বিপক্ষে ২-১ গোলে জিতেছে পিএসজি। গোল করেছেন লিওনেল মেসি ও কালিমুয়েন্দো।

 Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom