রায়েরবাগে বাসের ধাক্কায় নিহত ১

মঙ্গলবার (২৫ জুলাই) দুপুরের দিকে রাজধানীর রায়েরবাগ বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

রায়েরবাগে বাসের ধাক্কায় নিহত ১

প্রথম নিউজ, ঢাকা: রাজধানীর রায়েরবাগে বাসের ধাক্কায় মো. জসিম (৪৬) একজন মারা গেছেন। এই ঘটনায় আহত হয়েছেন সাথী আক্তার (৩৩) নামে আরো এক নারী। মঙ্গলবার (২৫ জুলাই) দুপুরের দিকে রাজধানীর রায়েরবাগ বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

আহত সাথী আক্তারের ভাই শাহিনের বরাত দিয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাড়ির ইনচার্জ ইন্সপেক্টর বাচ্চু মিয়া জানান, খালাতো ভাই জসিমের সঙ্গে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন সাথী। এ সময় রায়েরবাগ বাসস্ট্যান্ড এলাকায় এলে মোটরসাইকেলের পেছন থেকে ‘লাভলী’ পরিবহনের একটি বাস সজরে ধাক্কা দেয়। এতে দুজনে রাস্তায় ছিটকে পড়েন। ঘটনাস্থলেই মারা যান জসিম। 

তিনি জানান, ঘটনাস্থল থেকে রক্তাক্ত অবস্থায় সাথীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসক জানিয়েছেন সাথী আক্তারের অবস্থা আশঙ্কাজনক।  ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া আরো বলেন, নিহত জসিমের দেহ ঢামেক মর্গে আছে।