রাশিয়া বিশ্ব ব্যবস্থার জন্য সরাসরি হুমকি: ইউরোপীয় কমিশন
ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেলও জাপানের রাজধানীতে হওয়া সম্মেলনে অংশ নিয়েছেন
প্রথম নিউজ, ডেস্ক : ইউক্রেনে চালানো ‘নৃশংস’ যুদ্ধের কারণে রাশিয়া ‘বিশ্ব ব্যবস্থার সরাসরি সবচেয়ে বড় হুমকি’ বলে মন্তব্য করেছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন দের লিয়েন।
বৃহস্পতিবার জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে আলাপের পর তিনি এ কথা বলেন। খবর বিবিসির।
এ সময় তিনি মস্কোর সঙ্গে ‘বেইজিংয়ের উদ্বেগজনক চুক্তির’ কথাও উল্লেখ করেন।
ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেলও জাপানের রাজধানীতে হওয়া সম্মেলনে অংশ নিয়েছেন।
এদিকে জাপানের প্রধানমন্ত্রী বলেন, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুধু ইউরোপের বিষয় নয়, কিন্তু এটি এশিয়াসহ আন্তর্জাতিক শৃঙ্খলার মূলকে নাড়িয়ে দিয়েছে। এটি কোনোভাবে সহ্য করা ঠিক হবে না।
প্রসঙ্গত চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। অভিযানের শুরুতে রাশিয়া ইউক্রেনের রাজধানী কিয়েভকে লক্ষ্য করে সামরিক তৎপরতা জোরদার করে। কিন্তু প্রায় দুই মাসেও কিয়েভ দখল করতে পারেনি রাশিয়া। এ সময় রাশিয়ান বাহিনী ইউক্রেনীয় বাহিনীর প্রবল প্রতিরোধের মুখে পড়ে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews