বিয়ে বাড়িতে কুয়ায় পড়ে নিহত ১৩
বুধবার রাতে উত্তরপ্রদেশের কুশিনগরে নেবুয়া নৌরঙ্গীয়া গ্রামে এক মর্মান্তিক দুর্ঘটনায় ১৩জন মহিলা প্রাণ হারিয়েছেন

প্রথম নিউজ, ডেস্ক: বুধবার রাতে উত্তরপ্রদেশের কুশিনগরে নেবুয়া নৌরঙ্গীয়া গ্রামে এক মর্মান্তিক দুর্ঘটনায় ১৩জন মহিলা প্রাণ হারিয়েছেন। জখম হয়েছেন বহু। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই ঘটনায় শোক প্রকাশ করেছেন। নিহতদের পরিবারের প্রত্যেকের জন্যে চার লক্ষ টাকা অনুদান ঘোষণা করা হয়েছে। গতকাল রাত সাড়ে আটটা থেকে পৌনে নটা নাগাদ মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে। তখন সবে বিয়ে শুরু হয়েছে। মণ্ডপে বর বধূকে নিয়ে মন্ত্রচ্চারণ হচ্ছে, বিয়ের অনুষ্ঠান একটি কুয়োর ওপরে বসে দেখছিলেন বেশ কিছু মহিলা, তাদের চাপ সহ্য করতে না পেরে হুড়মুড় করে ভেঙে পড়ে দর্শক আসন।
বহু মহিলা পড়ে যান কুয়োর মধ্যে। তার ভিতর ১৩ জনের মৃত্যু হয়। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিয়ে বাড়িতে এই ঘটনায় শোকের ছায়া নেমে আসে। কোনোও রকমে বিয়েটা সম্পন্ন করা হয়।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: