রেললাইন থেকে যুবকের লাশ উদ্ধার
প্রথম নিউজ, সিলেট : সিলেটের দক্ষিণ সুরমার মোগলাবাজারের জলকরকান্দী গ্রামের রেললাইনের ওপর থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (২৪ জুন) সকাল ১১টার দিকে লাশটি উদ্ধার করে পুলিশ।
এ ব্যাপারে সিলেট রেলওয়ে থানা পুলিশের ডিউটি অফিসার নয়ন মিয়া জানান, সকাল ৯টায় ট্রেন লাইনের কর্মীরা মোগলাবাজারের জলকর কান্দী গ্রামের রেললাইনের ওপর ট্রেনে কাটা একটি লাশ দেখে রেলওয়ে পুলিশকে খবর দেন। পরে রেলওয়ে থানা পুলিশ লাশটি উদ্ধার করে।
লাশ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।