অনুদানের বেশি খরচ করেছেন অপু বিশ্বাস : সাইমন

অনুদানের বেশি খরচ করেছেন অপু বিশ্বাস : সাইমন

প্রথম নিউজ, ডেস্ক : ‘লাল শাড়ি’ ছবিতে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন চিত্রনায়ক সাইমন সাদিক ও চিত্রনায়িকা অপু বিশ্বাস। সরকারি অনুদানে নির্মিত ছবিটি সম্প্রতি বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পেয়েছে। ঈদে মুক্তির মিছিলে রয়েছে সিনেমাটি। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার (২২ জুন) রাতে রাজধানীর একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

অনুদানের এই ছবিতে সরকারের কাছ থেকে প্রাপ্ত অর্থের চেয়ে বেশি খরচ করেছেন এটির প্রযোজক অপু বিশ্বাস। তেমনটাই জানালেন ‘লাল শাড়ি’ ছবির প্রধান অভিনেতা সাইমন। তিনি বলেন, “অনুদানের টাকা নিয়ে ‘নয় ছয়’ এর অভিযোগ পুরোনো। তবে অপু বিশ্বাস সেটা করেননি। যে টাকা অনুদান পেয়েছেন, তারচেয়ে বেশি টাকা লগ্নি করে


অনুদানের টাকা হরিলুট হয় জানিয়ে এই অভিনেতা আরও বলেন, ‘আমি নিজে আগে কাজ করে দেখেছি অনুদানের ছবিতে ৩০ থেকে ৫০ পারসেন্ট টাকা ব্যবহার করা হয় না। কিন্তু সরকার যে টাকা অনুদান দেন তার সঙ্গে প্রযোজকের নিজের টাকা যুক্ত করে ছবি বানানো উচিত। আমাদের দেশের সব ছবির ক্ষেত্রে এই চর্চা নেই। কিন্তু অপু বিশ্বাস করেছেন। উনি বাড়তি অর্থ লগ্নি করেছেন। এই ছবিতে যারা কাজ করেছেন সবাই পরিচিত মুখ। যাকে যেখানে দরকার তাকে সেখানেই নেওয়া নিয়েছেন প্রযোজক।’

জানা গেছে, এবারের ঈদে দ্বিতীয় সর্বাধিক সিনেমা হলে মুক্তি পাবে ‘লাল শাড়ি’। সিনেপ্লেক্স, ব্লকবাস্টারসহ ৩০টির মতো প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। হল বুকিংয়ের দিক থেকে প্রথম স্থানে রয়েছে শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’।

মফস্বলের একটি তাঁতপল্লিকে ঘিরে সাজানো হয়েছে ‘লাল শাড়ি’র গল্প। এতে অপু বিশ্বাসের চরিত্রের নাম শ্রাবণী, যিনি একজন তাঁতশ্রমিকের মেয়ে। আর সাইমন সাদিকের চরিত্রের নাম রাজু, যাকে দেখা যাবে একজন তাঁতশ্রমিক হিসেবে। ছবির কাহিনি ও সংলাপ লিখেছেন তানভির সিডনি। চিত্রনাট্য ও পরিচালনা করেছেন বন্ধন বিশ্বাস।

উল্লেখ্য, ২০২১-২২ অর্থবছরে ৬৫ লাখ টাকা সরকারি অনুদান পেয়েছে ‘লাল শাড়ি’। ‘অপু-জয় চলচ্চিত্র’-এর সর্বপ্রথম নিবেদন এই ছবি। এতে বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, সুমিত সেনগুপ্ত, দিলরুবা দোয়েল, রাশেদুজ্জামান অপু, শাহেদ আলী, বড়দা মিঠু, সুব্রত, রেবেকা রউফ প্রমুখ।