রোমানিয়া ছাড়লেন ৪০ রুশ কূটনীতিক ও দূতাবাস কর্মী
প্রথম নিউজ, ডেস্ক : রোমানিয়া সরকারের অনুরোধের ভিত্তিতে ৪০ কূটনীতিক ও দূতাবাস কর্মীকে দেশে ফিরিয়ে এনেছে রাশিয়া। ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার অভিযানের পর থেকেই মস্কো ও বুখারেস্টের মধ্যেকার সম্পর্কের অবনতি ঘটছে। এর জেরেই রাশিয়াকে এই কূটনীতিকদের ফিরিয়ে নিয়ে যেতে বলে রোমানিয়া। ক্রেমলিনের পক্ষ থেকে পাঠানো এক বিশেষ ফ্লাইটে শনিবার বুখারেস্ট ত্যাগ করেন ৪০ রুশ নাগরিক।
দ্য স্ট্রেইট টাইমসের খবরে জানানো হয়েছে, মোট ১১ কূটনীতিক এবং দূতাবাসের ২৯ জন কারিগরি-প্রশাসনিক কর্মী পরিবারসহ বুখারেস্ট ত্যাগ করেন শনিবার। রোমানিয়ার সম্প্রচারমাধ্যমে প্রচারিত ফুটেজে বুখারেস্ট বিমানবন্দরে একটি রুশ উড়োজাহাজ অবতরণ করতে দেখা যায়। রোমানিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ইউক্রেনে রুশ আগ্রাসনের প্রেক্ষাপটে সবশেষ এ সিদ্ধান্ত মস্কো-বুখারেস্টের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্কের বর্তমান পর্যায়কে প্রতিফলিত করে।
জানা গেছে, বুখারেস্ট কর্তৃপক্ষ গত ৮ই জুন মস্কোকে এই কূটনীতিক ও দূতাবাসকর্মীদের ফেরত নিতে অনুরোধ করেছিল। এ জন্য তারা মস্কোকে ৩০ দিন সময় বেঁধে দিয়েছিল। এর আগে অন্যান্য ইউরোপীয় দেশগুলির মতো ন্যাটো সদস্য রোমানিয়াও গুপ্তচরবৃত্তির সন্দেহে রাশিয়ান কূটনীতিকদের বহিষ্কার করেছিল। বুখারেস্ট জানিয়েছে, রাশিয়ান দূতাবাসে কর্মীর সংখ্যা অর্ধেকেরও বেশি কমানো হয়েছে।