রাতে আসামির বাড়িতে অভিযান, সকালে মিলল মরদেহ

আজ বুধবার  দুপুর ১টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক ও আশুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ হাচিব সিকদার। পুলিশের ধারণা পালাতে গিয়ে ছাদ থেকে লাফিয়ে তার মৃত্যু হতে পারে।

রাতে আসামির বাড়িতে অভিযান, সকালে মিলল মরদেহ

প্রথম নিউজ, সাভার: সাভারের আশুলিয়ায় ওয়ারেন্টভুক্ত আসামির বাড়িতে অভিযানের খবর পেয়ে ছাদ থেকে লাফিয়ে পালাতে গিয়ে সুলতান নামে এক আসামি নিহত হয়েছেন। এ ঘটনায় তার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

আজ বুধবার  দুপুর ১টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক ও আশুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ হাচিব সিকদার। পুলিশের ধারণা পালাতে গিয়ে ছাদ থেকে লাফিয়ে তার মৃত্যু হতে পারে।

এর আগে মঙ্গলবার (১৮ অক্টোবর) রাতে আশুলিয়ার টঙ্গাবাড়ি এলাকায় হাজী আম্বিয়া কিন্ডারগার্টেন স্কুল অ্যান্ড কলেজসংলগ্ন সুলতান বেপারীর বাড়িতে অভিযানে যায় পুলিশ। এ সময় তাকে না পেয়ে ফিরে আসে পুলিশ। নিহত সুলতান আশুলিয়ার ওই এলাকার ইটভাটা ব্যবসায়ী ছিলেন। তবে পরিবেশ অধিদপ্তরের অভিযানে তাদের ইটভাটা বন্ধ করে দেওয়া হয়েছিল।

পুলিশ জানায়, গত রাতে ওয়ারেন্টভুক্ত আসামি সুলতানের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। প্রথমে তাদের বাড়িতে প্রবেশে বাধা দেয় পরিবার। এরপর বাড়িতে প্রবেশ করলেও সুলতানকে পাওয়া যায়নি। পরে তার পাশের বাড়িতে অভিযান পরিচালনা করে একই মামলার অপর আসামি মিয়াজ উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।

সকালে খবর পায় সুলতানের বাড়ির পাশেই তার মরদেহ পড়ে আছে। তার মাথায় রক্তাক্ত জখম ছিল। ধারণা করা হচ্ছে, ছাদ থেকে লাফিয়ে পালানোর সময় মাথায় আঘাত পেয়ে তার মৃত্যু হতে পারে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। খোঁজ নিয়ে জানা যায়, আসামিদের বিরুদ্ধে তাদের ইটভাটার অংশীদাররা অর্থ আত্মসাৎ সম্পর্কিত মামলা দায়ের করে। সেই মামলায় তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করে আদালত।

আশুলিয়া থানার এসআই হাচিব সিকদার বলেন, রাতে ওই বাসায় অভিযান পরিচালনা করা হয়। তবে সেখানে তার কোনো অস্তিত্ব পাওয়া যায় নি। পরে পাশের বাসায় অভিযান পরিচালনা করে অপর আসামি মিয়াজ উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। তবে সুলতানের মরদেহের খবর আমরা পাই সকালে। এ ব্যাপারে তার পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কাউকে পাওয়া যায়নি।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom