রিটার্ন জমা দেওয়ার সময় বাড়ল 

বার্ষিক আয়কর বিবরণী জমা বা রিটার্ন জমা দেওয়ার সময় বাড়ানো হয়েছে

রিটার্ন জমা দেওয়ার সময় বাড়ল 
রিটার্ন জমা দেওয়ার সময় বাড়ল -প্রথম নিউজ

প্রথম নিউজ, ঢাকা : বার্ষিক আয়কর বিবরণী জমা বা রিটার্ন জমা দেওয়ার সময় বাড়ানো হয়েছে। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত রিটার্ন দেওয়া যাবে। 

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বুধবার এক অনুষ্ঠানে এ ঘোষণা দেন। 

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ কর্মকর্তা সৈয়দ এমএ মুমেনও এনবিআরের এ সিদ্ধান্তের তথ্য নিশ্চিত করেছেন।

অর্থনৈতিক সংকটের কারণে ব্যবসায়ীদের বিভিন্ন সংগঠন রিটার্ন জমার সময় বাড়ানোর দাবি জানিয়ে আসছিল।

ব্যক্তিশ্রেণির করদাতাদের বার্ষিক আয়কর রিটার্ন দাখিলের সময় শেষ পর্যন্ত বাড়ানো হলো। 

প্রতি বছরের মতো এবারও ১ নভেম্বর থেকে আয়কর সেবা মাস শুরু করেছিল এনবিআর। নিয়মানুযায়ী, ৩০ নভেম্বর পর্যন্ত জরিমানা ছাড়াই আয়কর বিবরণী দাখিলের সুযোগ ছিল করদাতাদের।

বুধবার আয়কর দিবসের অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান ‘আয়কর সেবা মাস’ এক মাস বাড়ানোর ঘোষণা দিয়ে বলেন, এখন ৩১ ডিসেম্বর পর্যন্ত বিনা জরিমানায় রিটার্ন দেওয়া যাবে। আমরা চাইছি রিটার্ন জমা বাড়াতে। মানুষকে আরও বেশি সুযোগ দেওয়ার উদ্দেশ্যে আমরা এ সিদ্ধান্ত নিয়েছি।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom