রাজধানীতে লরিচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
রাজধানীর রামপুরার বনশ্রীতে তেলের লরির চাপায় আবু নাছের পাটোয়ারী (৩৮) নামের মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন।
প্রথম নিউজ, ঢাকা: রাজধানীর রামপুরার বনশ্রীতে তেলের লরির চাপায় আবু নাছের পাটোয়ারী (৩৮) নামের মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ছয়টার দিকে বনশ্রীর ফরাজী হাসপাতালের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। নাছের পাটোয়ারী গুলশানে চিটাগাং বুল হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের ম্যানেজার। তার ভাই ইয়াসীন পাটোয়ারী বলেন, তাদরে গ্রামের বাড়ি নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার মানিকনগরে। বাবার নাম আবু তাহের পাটোয়ারী। নাছের পাটোয়ারী মেরাদিয়ার লালমিয়া গলিতে পরিবারের সাথে বসবাস করতেন। তার দুই মেয়ে ও এক ছেলে রয়েছে।
রামপুরা থানার উপপরিদর্শক শাহরিয়ার হোসেন বলেন, ভোরে মেরাদিয়ার বাসা থেকে মোটরসাইকেল চালিয়ে কর্মস্থলে যাওয়ার পথে লরিচাপায় পিষ্ট হয়ে নাছের পাটোয়ারী মারা যান। লরিটি তাকে পেছন থেকে চাপা দেয়। ময়নাতদন্তের জন্য তার লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। শাহরিয়ার হোসেন আরো বলেন, এ ঘটনায় তেলবাহী লরি জব্দ করা হয়েছে। চালক নুরুল ইসলাম (৪২) ও তার সহকারী ইমরানকে (২২) আটক করা হয়েছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: