রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ১২৫
আসামিদের বিরুদ্ধে মাদক আইনে ৯৭ টি মামলা করা হয়েছে
প্রথম নিউজ, ঢাকা: রাজধানীতে মাদক বিরোধী বিশেষ অভিযানে মাদক সেবন ও বিক্রির অপরাধে ১২৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বুধবার (১৭ নভেম্বর) ভোর ৬টা থেকে আজ বৃহস্পতিবার ভোর পর্যন্ত ডিএমপি ও মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
এক বার্তায় ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগ জানায়, গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ৭ হাজার ৫০৪ পিস ইয়াবা, ৫৪৬ গ্রাম হেরোইন, ১৩.২ লিটার দেশি মদ, ৩৩ কেজি ৪৪০ গ্রাম গাঁজা, ১০টি নেশা জাতীয় ইনজেকশন, ৬০টি ট্যাপেনটাডিল ট্যাবলেট ও ৮০টি বুপ্রেনরফিন উদ্ধার করা হয়।
আসামিদের বিরুদ্ধে মাদক আইনে ৯৭ টি মামলা করা হয়েছে। ডিএমপি জানায়, ঢাকা মেগাসিটিকে মাদকমুক্ত করতে প্রতিনিয়ত এ অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযান অব্যাহত থাকবে।
একই অপরাধে মঙ্গলবার থেকে বুধবার পর্যন্ত পরিচালিত অভিযানে ১২১ জনকে গ্রেফতার করা হয়। সেসব আসামির বিরুদ্ধে ৯৩টি মামলা দেয় পুলিশ।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: