রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৯

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৯

প্রথম নিউজ, ঢাকা : রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময় তাদের কাছ থেকে গাঁজা ও ইয়াবা উদ্ধার করা হয়েছে।

গতকাল শনিবার সকাল ৬টা থেকে রবিবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, এ সময় তাদের কাছ থেকে ৪৭ কেজি ৭৬০ গ্রাম গাঁজা ও ১৩ হাজার ৭৪৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তাদের বিরুদ্ধে ১৬টি মামলা দায়ের করা হয়েছে।