রাজধানীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত

রাজধানীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত

প্রথম নিউজ, ঢাকা : রাজধানীর ডেমরা কোনাপাড়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।

নিহত সোহেল (৩০) ডেমরার সানারপাড় এলাকায় থাকতেন। তার বাবার নাম মো. আজাদ। সানারপার বাসস্ট্যান্ডে সোহেলের একটি সুপারশপ আছে।

সোহেলের বন্ধু রাসেল গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। দুর্ঘটনায় আহতরা হলেন, সুমন মিয়া (২৭), সুমন (২৮) ও অভিন (২৯)।

রাসেল বলেন, 'রাতে সোহেলের ছোট ভাই পাভেলের বিয়ের অনুষ্ঠান শেষে ১০-১২ জন বন্ধু মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হন। কোনাপাড়া এলাকায় আসলে নিয়ন্ত্রণ হারিয়ে ২টি মোটরসাইকেল ছিটকে পড়ে। এতে এক মোটরসাইকেলে থাকা ৩ জন এবং আরেক মোটরসাইকেল থাকা একজন গুরুতর আহত হন। তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা সোহেলকে মৃত ঘোষণা করেন।'
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া সোহেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।