রাজধানীতে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

মঙ্গলবার (১৭ অক্টোবর) র‌্যাব-৩ এর স্টাফ অফিসার (মিডিয়া) সিনিয়র সহকারী পরিচালক মো. আরিফুর রহমান সংবাদমাধ্যমকে এ তথ্য জানান।

রাজধানীতে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

প্রথম নিউজ, ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী থেকে সংঘবদ্ধ মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‍্যাব-৩)। এ সময় তাদের কাছ থেকে দুটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১৭ অক্টোবর) র‌্যাব-৩ এর স্টাফ অফিসার (মিডিয়া) সিনিয়র সহকারী পরিচালক মো. আরিফুর রহমান সংবাদমাধ্যমকে এ তথ্য জানান। গ্রেপ্তাররা হলেন- মো. ইব্রাহিম (৩৩), মো. ইকবাল হোসেন (৩৫), মো. মাসুম (২২), মো. রাসেল শাহ (২৭)।

মো. আরিফুর রহমান জানান, গতকাল সোমবার (১৬ অক্টোবর) বিকেলে ঢাকা মহানগরীর যাত্রাবাড়ী এলাকা থেকে মোটরসাইকেল চোর চক্রের চার জনকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামিরা বিষয়টি স্বীকার করেছে। তারা দীর্ঘদিন যাবৎ চোরাই ও ছিনতাই করা মোটরসাইকেল নিজ হেফাজতে রেখে রাজধানী ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল। এছাড়াও নারায়ণগঞ্জ এলাকায় তাদের বেশ কয়েকটি সিন্ডিকেট রয়েছে।

গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান র‌্যাবের এ কর্মকর্তা।