রাজধানীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৪
দগ্ধরা হলেন- সরোয়ার হোসেন (১৬), মো. তামিম (১৭), মো. রায়হান (১৫) ও মোহাম্মদ ফয়সাল (১৫) ।
প্রথম নিউজ, ঢাকা: রাজধানীর ঢাকার কলাবাগান এলাকায় হোটেল ক্যাফে আলবা্রাক গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে ৪ জন দগ্ধ হয়ে শেখ হাসিনা জাতীয় বার্নে চিকিৎসাধীন। আজ মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সকালে এই দুর্ঘটনাটি ঘটে।
দগ্ধরা হলেন- সরোয়ার হোসেন (১৬), মো. তামিম (১৭), মো. রায়হান (১৫) ও মোহাম্মদ ফয়সাল (১৫) ।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, কলাবাগান একটি হোটেল থেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে ৪ জন দগ্ধ হয়ে শেখ হাসিনা জাতীয় বার্নে ভর্তি হয়েছে।
তিনি বলেন, দগ্ধদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: