রাজধানীতে কেমিক্যালের ড্রাম কাটতে গিয়ে ৪ শ্রমিক দগ্ধ

রাজধানীতে কেমিক্যালের ড্রাম কাটতে গিয়ে ৪ শ্রমিক দগ্ধ

প্রথম নিউজ, ঢাকা : রাজধানীর আগারগাঁওয়ে আগুনে দগ্ধ হয়েছেন চার শ্রমিক। তারা হলেন মো. মুজাফফর (২৬), মো. রফিকুল (১৮), মো. রবিন (১৯) ও সরলাল দাস (৪৫)। সোমবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে তালতলা এলাকায় এ ঘটনা ঘটে।

তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

দগ্ধ মুজাফফর বলেন, সকাল সাড়ে ৯টার দিকে তালতলায় নুরানি কনস্ট্রাকশন নামে একটি বিল্ডিংয়ে কেমিক্যালের (তারপিন) ড্রাম কাটার সময় হঠাৎ আগুন ধরে যায়। এতে চারজন শ্রমিকের শরীরের বিভিন্ন জায়গা পুড়ে যায়।


শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. মো. তরিকুল ইসলাম জানান, শ্রমিকদের হাতে-পায়ে বিভিন্ন জায়গায় দগ্ধ হয়েছে। তাদের চারজনকেই রাখা হয়েছে অবজারভেশনে। এদের মধ্যে মুজাফফর ৩ শতাংশ, রফিকুল ৪৩ শতাংশ, রবিন ২২ শতাংশ ও সরলাল ২ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের মধ্যে রফিকুল ও রবিনের অবস্থা আশঙ্কাজনক। বাকি দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হবে।