যে কারণে শহিদ কাপুরকে ছাড়তে চেয়েছিলেন স্ত্রী মীরা

 যে কারণে শহিদ কাপুরকে ছাড়তে চেয়েছিলেন স্ত্রী মীরা
যে কারণে শহিদ কাপুরকে ছাড়তে চেয়েছিলেন স্ত্রী মীরা-প্রথম নিউজ

প্রথম নিউজ, ডেস্ক : রোমান্টিক সিনেমার অভিনেতা হিসেবে শহিদ কাপুর সুপরিচিত। কিন্তু 'উড়তা পাঞ্জাব' সিনেমায় দেখা গিয়েছিল তার ভিন্ন চরিত্র। একজন রুক্ষ এবং কঠোর স্বামীল চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেতা। যা কখনোই একজন মহিলা তার স্বামীর মধ্যে দেখতে চাইবেন না।

শহিদ পত্নী মীরা রাজপুতও তার ব্যতিক্রম নন। ওই সিনেমায় শহিদের চরিত্রের প্রতি ভিষণ বিরক্ত ছিলেন মীরা।

২০১৬ সালের জুন মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ‘উড়তা পাঞ্জাব’। সিনেমায় শহিদের সঙ্গে আরও অভিনয় করেছিলেন কারিনা কাপুর খান, আলিয়া ভাট ও দিলজিৎ দোসাঞ্জ।

সিনেমা সম্পর্কে শহিদ বলেন, ‘ব্যক্তিগতভাবে আমি মোটেও রাগী না। হাসিখুশি থাকতে পছন্দ করি। ‘উড়তা পাঞ্জাব’ মুক্তির আগে আমি মীরাকে সিনেমাটি দেখতে নিয়ে গিয়েছিলাম। আসলে আমি সিনেমাটি দেখতে যাচ্ছিলাম। তখন আমি মীরাকে জিজ্ঞেস করি, তুমি আমার সঙ্গে যাবে? মীরাও সঙ্গে সঙ্গে রাজি হয়ে গিয়েছিল। আমরা এডিটিং রুমে বসে সিনেমাটি দেখেছিলাম।’

কিন্তু সিনেমাটি দেখে তার স্ত্রী এইরকম প্রতিক্রিয়া জানাবে তা হয়তো ভাবেননি শহিদ। মীরার প্রতিক্রিয়া জানিয়ে শহিদ বলেন, ‘আমরা যখন সিনেমাটি দেখতে শুরু করি তখন মীরা আমার পাশে সোফায় বসা ছিল। বিরতির সময় যখন আমি তার দিকে ফিরলাম সে আমার চেয়ে পাঁচ ফুট দূরে ছিল। তখন আমি অনেকটা অবাক হয়ে তার কাছে জানতে চাই, কি হয়েছে?

তখন আমরা সবেমাত্র বিয়ে করেছি। অ্যারেঞ্জড ম্যারেজ ছিল। আমরা একে অপরকে ভালো করে চিনতাম না। সে আমার দিকে তাকালো এবং তার প্রথম প্রশ্ন ছিল, ‘তুমি কি এই লোক? তুমি কি তার মতো? আমি তোমার সাথে থাকতে চাই না।’ আমি বললাম, ‘না, না, ওটা টমি সিং। আমার সাথে এর কোনো সম্পর্ক নেই।’

২০১৫ সালের জুলাই মাসে মীরা রাজপুতের সঙ্গে গাঁটছড়া বাধেন শহিদ। এই দম্পতির দুটি সন্তান রয়ছে কন্যা মিশা এবং পুত্র জেইন।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom